ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

সিটি ব্যাংকের চেয়ারম্যানের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
সিটি ব্যাংকের চেয়ারম্যানের জামিন

ঢাকা: জালিয়াতি, অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় জামিন পেয়েছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত গত ১৬ মার্চ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। তারপর আজ মঙ্গলবার তার পক্ষে আইনজীবী আমিনুল আহসান মাসুম জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।  

গত বছরের ডিসেম্বরে স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আজিজ আল কায়সারের বিরুদ্ধে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন আজিজ আল কায়সার। আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এরপর স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।