ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু নয়: তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, আগস্ট ২৭, ২০২৩
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু নয়: তাসকিন

সবাই যখন চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসানের সংবাদ সম্মেলন নিয়ে ব্যস্ত; তাসকিন আহমেদ তখন একাই অনুশীলন করছিলেন মিরপুরের একাডেমি মাঠে। নিজের তৃতীয় সন্তান জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকায় মাঝে একদিন অনুশীলন করতে পারেননি।

সেটিই পুষিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন দেশের এই তারকা পেসার।  

কোনো ব্যাটার ছাড়া একাই বল করে গেছেন তাসকিন। পরে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। ঘটনাটি ছিল শনিবারের। পরদিন দুপুরে বাংলাদেশ দল দেশ ছাড়ছে শ্রীলঙ্কার উদ্দেশে। আগামী ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে তাদের বিপক্ষেই লড়বেন তাসকিন আহমেদরা।  

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া কইরেন যে ভালো করতে পারি।

‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি। ’

এবারের এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ যাচ্ছে বেশ বড় স্বপ্ন নিয়েই। গত তিন এশিয়া কাপের দুটিতেই ফাইনাল খেলা টাইগাররা এখনও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। এবার ওই আক্ষেপই ঘোচানোর প্রত্যয় ছিল তাসকিনের কণ্ঠে।  

যদিও এই টুর্নামেন্টে যাওয়ার আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও। এছাড়া পেসার এবাদত হোসেনেরও লিগামেন্টের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।