ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টম ব্রুসের ফিফটিতে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, ফেব্রুয়ারি ৬, ২০২৪
টম ব্রুসের ফিফটিতে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

টানা তিন জয়ের পর আগের ম্যাচে হারতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে আবারও জয়ে ফেরার চেষ্টায় আজ ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে খুব বেশি ভালো করতে পারেনি তারা।

কেবল জস ব্রাউন ও টম ব্রুসই লড়েছেন। দুই বিদেশির ব্যাটে মোটামুটি সংগ্রহ পায় তারা।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২২তম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৫ রান।  

এবারের আসরে ব্যাট হাতে ভালো কিছু করতে পারছেন না তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। বরাবরের মতো এই ম্যাচেও ব্যর্থ ছিলেন তিনি। ১০ রান যোগ করে নেন বিদায়। তবে জস ব্রাউন লড়তে থাকেন। যদিও তিনি ৩৮ রানের বেশি করতে পারেননি। এরপর এক প্রান্তে লড়ে যান টম ব্রুস। অপরপ্রান্তে উইকেট হারাতে থাকেন শাহাদাত হোসাইন দিপু, নজিবউল্লাহ জাদরান ও সৈকত আলী।  

লড়তে থাকা টম ব্রুস অর্ধশতক পূর্ণ করেন শেষ ওভারে গিয়ে; ৪০ বলে। তার অপরাজিত এই ইনিংসেই লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম। বরিশালের হয়ে দুটি উইকেট নেন ইমরান। একটি করে উইকেট পান সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।