ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লক্ষ্ণৌকে হারিয়ে শীর্ষে কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ৬, ২০২৪
লক্ষ্ণৌকে হারিয়ে শীর্ষে কলকাতা

দারুণ শুরুর পর সুনিল নারিনের তাণ্ডবে বড় সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

হারশিত-বরুনদের দারুণ বোলিংয়ে অল্পতেই গুটিয়ে হারতে হয় তাদের।

আইপিএলের ৫৪তম ম্যাচে লক্ষ্ণৌকে ৯৮ রানের বড় ব্যবধানে হারায় কলকাতা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে দলটি। জবাব দিতে নেমে ১৬ ওভার ১ বল খেলে ১৩৭ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে লক্ষ্ণৌ।  

ঝড়োগতির শুরুতে উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৬১ রান যোগ করে কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। পঞ্চম ওভারে নাভিন উল হকের বলে সল্ট বিদায় নিলে ভাঙে এই জুটি। ১৪ বলে ৩২ রান করে বিদায় নেন কলকাতা ওপেনার। তবে তাণ্ডব চালাতে থাকেন নারিন। ২৭ বলে তুলে নেন ফিফটি। তিনে নামা রাঘুবানসির সঙ্গে গড়েন ৪৬ বলে ৭৯ রানের জুটি। তবে সেঞ্চুরি করা হয়নি তার।

৩৯ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৮১ রান করে বিদায় নেন নারিন। এরপর আন্দ্রে রাসেল নেমে ভালো করতে পারেননি। ১২ রানে তার বিদায়ের পর থিতু হয়ে থাকা রাঘুবানসিও (৩২) উইকেট হারান। শেষদিকে রিংকু সিং ১৬ ও শ্রেয়াস আইয়ার যোগ করেন ২৩ রান। এছাড়া রনদ্বীপ সিংয়ের ৬ বলে ২৫ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় কলকাতা।  

লক্ষ্ণৌর হয়ে ৪ ওভারে ৪৯ রান খরচায় ৩ উইকেট নেন নাবিন। একটি করে উইকেট নেন ইয়াশ ঠাকুর, রবি বিষ্ণই ও যুদবির সিং।  

রান তাড়ায় নেমে শুরুটা ভালো করতে পারেনি লক্ষ্ণৌ। ৭ বলে ৯ রান করে বিদায় নেন দলের ওপেনার আরশিন কুলকারনি। তবে দ্বিতীয় উইকেটে স্টয়নিসকে সঙ্গে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন লোকেশ রাহুল। যদিও ২৫ রানের বেশি তিনি করতে পারেননি। স্টয়নিসও ৩৬ রান করে বিদায় নেন। এরপর বাকিরা থাকেন আসা-যাওয়ার মধ্যে।  

একে একে বিদায় নেন নিকোলাস পুরান (১০), আয়ুস বাধোনি (১৫), অ্যাস্টন টার্নার (১৬), ক্রুনাল পান্ডে (৫) ও যুধবির সিং (৭)। ফলে ১৩৭ রানেই গুটিয়ে যায় লক্ষ্ণৌ। কলকাতার পক্ষে ৩ ওভার ১ বলে ৩০ রান খরচায় ৩ উইকেট নেন হারশিত রানা। সমান উইকেট পান বরুন চক্রবর্তীও। জোড়া উইকেট নেন আন্দ্রে রাসেল।  

এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে কলকাতা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে এক ম্যাচ কম খেলা রাজস্থান রয়্যালস দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লক্ষ্ণৌ।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মে ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।