ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ক্রিকেট

জিম্বাবুয়ের সঙ্গে ‘ক্লোজ ম্যাচে কামব্যাক’ করা ইতিবাচক: শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, মে ১২, ২০২৪
জিম্বাবুয়ের সঙ্গে ‘ক্লোজ ম্যাচে কামব্যাক’ করা ইতিবাচক: শান্ত

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষদিকে নাজমুল হোসেন শান্তর হাতে তুলে দেওয়া হলো ট্রফি। যদিও সেটি নিয়ে খুব বেশি উচ্ছ্বাস দেখা গেলো না তার।

ট্রফিটি ড্রেসিংরুমে বয়ে নিয়ে গেলেন টিম অ্যানালিস্ট মহসিন খান। শান্ত পথ ধরলেন ড্রেসিংরুমের দিকে।  

বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টেয়েন্টি সিরিজ খেলা নিয়ে নানা সমালোচনা হয়েছে। এই সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর কতটা তৃপ্ত অধিনায়ক শান্ত? এমন প্রশ্ন তাকে করা হয় সংবাদ সম্মেলনের শুরুতে।

উত্তরে শান্ত বলেন, ‘অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা থেকে এটা বলবো যে আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো শুরু দিয়েছে। ’ 

‘আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে। রিশাদ পুরা সিরিজে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে। এই রকম যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই অনেক ইতিবাচক দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম, অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। ’

সিরিজ জয়ের ব্যবধানটা বাংলাদেশের পক্ষে বেশ বড়ই দেখাচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। কয়েকটি ম্যাচেই প্রায় জয়ের প্রান্তে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওখান থেকে খেলায় ফিরে জয়ী দল হিসেবে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এতেই ইতিবাচকতা খুঁজে পেয়েছেন শান্ত।  

তিনি বলেন, ‘শুরুতে যেটা বললাম, কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি। যেটা আমাদের দরকার ছিল কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে। তো ওই সময় আমরা আমাদের পরিকল্পনা কীভাবে এক্সিকিউট করছি, বোলাররা কিভাবে পরিকল্পনাটা এক্সিকিউট করছে, ওই সময়ে আমরা কতটুকু শান্ত থাকছি ওই জিনিসগুলো আমরা অনুশীলন করছি। ক্লোজ ম্যাচ যেগুলো আমরা খেলেছি বলা যেতে পারে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময়। কিন্তু ওখান থেকে ক্যামব্যাক করে যেভাবে আমরা ম্যাচ বের করে এনেছি এটা পজিটিভ দিক। আমাদের কাজে দিবে টুর্নামেন্টে (বিশ্বকাপে)। ’

শেষ ম্যাচ হার কি দলের জন্য ‘রিয়েলেটি চেক’, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘না আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। শুরু থেকে আজ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেললাম প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। একটা ম্যাচও হারতে চাইনি। হারাটা দরকার ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে, আজকে জিততে পারিনি। আমার মনে হয় কৃতিত্ব জিম্বাবুয়েকে দিতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, মে ১২, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।