পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারত কর্তৃক পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করার "ভিত্তিহীন ও অযৌক্তিক" অভিযোগের তীব্র সমালোচনা করেছেন।
দুবাইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা দুঃখজনক।
আফ্রিদি জোর দিয়ে বলেন, “দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা কখনোই সমাধান আনতে পারে না। আমাদের উচিত সংলাপকে গুরুত্ব দেওয়া—কারণ সংঘাত থেকে কেউই লাভবান হয় না। ”
তিনি খেলাধুলাকে রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে বলেন, “ক্রিকেট আমাদেরকে এক করতে পারে, বিভক্ত নয়। ”
ভারত-পাকিস্তান উত্তেজনার নতুন পর্যায়
কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক এক বন্দুক হামলায় ২৭ জন পর্যটকের প্রাণহানির পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার মুখে পড়েছে।
হামলার পরদিনই ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে, প্রধান সীমান্ত বন্ধ করে দেয় এবং পাকিস্তানিদের ভিসা বাতিল করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেয়—শুধু শিখ তীর্থযাত্রীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
এছাড়াও পাকিস্তান সতর্ক করে জানায়, যদি ভারত সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে সেটি "যুদ্ধের সামিল" হবে।
উল্লেখ্য, ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএইচএম