ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাদমানের সেঞ্চুরি, চা বিরতির পর বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, এপ্রিল ২৯, ২০২৫
সাদমানের সেঞ্চুরি, চা বিরতির পর বাংলাদেশের লিড ছবি: সংগৃহীত

সাদমান ইসলাম ও আনামুল হকের ব্যাটে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। আনামুল পঞ্চাশের আগে বিদায় নিলেও লড়তে থাকেন সাদমান।

সেঞ্চুরি তুলে বিদায় নেন তিনি। এরপর নেমে সুবিধা করতে পারেননি মমিনুল হক। তবে নাজমুল হাসান শান্ত ও মুশফিকের ব্যাটে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৪০ রান। ১৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।  

আজ দ্বিতীয় দিনের প্রথম বলেই মুজারাবানিকে বিদায় করেন তাইজুল। ম্যাচে এটি তাইজুলের ষষ্ঠ উইকেট। এই বাঁহাতি স্পিনার খরচ করেছেন ৬০ রান। গতকাল যে সংগ্রহ নিয়ে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে, সেখানেই অর্থাৎ ২২৭ রানেই থামে তারা।  

এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ও বিজয় মিলেই তুলে ফেলেন ১১৮ রান। সাদমান ফিফটির দেখা পেয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। তবে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি বিজয়। ৮০ বলে ৩৯ রান করে মুজারাবানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

অপরপ্রান্তে লড়তে থাকা সাদমান অবশ্য পৌঁছে যান সেঞ্চুরিতে। ১৪২ বলে শতক তুলে ১২০ রানে বিদায় নেন তিনি। তার ১৮১ বলের ইনিংসটি সাজানো ছিল ১৬ চার ও এক ছক্কায়। তিনে নেমে মমিনুল টেকেননি বেশিক্ষণ। সুইপ করতে গিয়ে মিড উইকেটে কারেনের হাতে ধরা পড়েন তিনি। ফেরেন ৩৩ রান করে। চতুর্থ উইকেটে লড়ছেন শান্ত ও মুশফিক। তৃতীয় সেশনের শুরুতে নেমে লিড এনে দেন তারা।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।