নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশের। হারতে হয় বাজেভাবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চার দিনের এই আনঅফিসিয়াল টেস্টের সবগুলো দিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি। ৫ নম্বর গেট বাদে বাকি গ্যালারিগুলোতে কোনো টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন তারা। যদিও কিছু নির্দেশনা দিয়ে রেখেছে বিসিবি। সেগুলো অনুসরণ করলেই বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা।
এর আগে নিউজিল্যান্ডে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের জয়ে তারা সমতা ফেরায়। শেষ ম্যাচে ৭ উইকেটের জয়ে নিশ্চিত করে সিরিজ।
আরইউ