ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটে নতুন সংযোজন ‘প্রোভেলসিটি ব্যাট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, আগস্ট ১৭, ২০২৫
বাংলাদেশ ক্রিকেটে নতুন সংযোজন ‘প্রোভেলসিটি ব্যাট’ সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নিয়োগ পাওয়া পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডের হাতে এখন বিশেষ এক সরঞ্জাম—প্রোভেলসিটি ব্যাট। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিটি ঘুরছে, তাতে দেখা যায় একজন ব্যাটার ভারী এক রড হাতে শট অনুশীলন করছেন।

আসলে সেটিই প্রোভেলসিটি ব্যাট।

সম্প্রতি বিসিবি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে উড এই ব্যাট দিয়ে ড্রাইভ, স্কয়ার কাট, পুলসহ বিভিন্ন শটের শ্যাডো প্র্যাকটিস করাচ্ছেন।

এই ব্যাট ব্যাটসম্যানদের হাত-চোখের সমন্বয়, শট খেলার সঠিক ক্রম এবং কমপ্যাক্ট মেকানিক্স গড়ে তুলতে সহায়তা করে। ব্যাটটির ভেতরে থাকে আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড। যত বেশি ব্যান্ড লাগানো হয়, তত কঠিন হয় ব্যারেলটি স্লাইড করানো। ব্যাটার যদি সঠিক মেকানিক্সে উচ্চ গতিতে সুইং করতে পারেন, তবে একটি ‘ডাবল ক্লিক’ শোনা যায়। আর যদি গতি ও টেকনিকে ঘাটতি থাকে, তবে কেবল একবারই ক্লিক শোনা যায়।

বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক এ প্রসঙ্গে বলেন, ‘খুব ভালো একটা পদ্ধতি। আগে আমরা যেভাবে প্র্যাকটিস করতাম—ড্রপ শট বা মেশিনে মারা—তার থেকে আলাদা। নতুন, কিন্তু কার্যকর। গ্রিক স্যালাড আর বাংলা স্যালাড—খাবার এক রকম, উপস্থাপনা ভিন্ন। ধীরে ধীরে এতে সুইং উন্নত হবে, বিশেষ করে ডেথ ওভারে খেলতে কাজে দেবে। ’

তবে তিনি সতর্ক করেন, টপ অর্ডারে বা সুইং কন্ডিশনে এটি কতটা কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়। ‘আমরা এশিয়ায় গলফ শটের মতো কব্জি-ভিত্তিক খেলা পছন্দ করি। মিরপুরের উইকেটে কব্জির কাজ গুরুত্বপূর্ণ। কিন্তু বাউন্সি উইকেটে বেসবল স্টাইলের হরাইজন্টাল ব্যাট সুইং কাজে লাগে,’ মন্তব্য করেন ফারুক।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।