ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’—স্পট ফিক্সিং নিয়ে ঢাকা ক্যাপিটালসের বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, আগস্ট ১৯, ২০২৫
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’—স্পট ফিক্সিং নিয়ে ঢাকা ক্যাপিটালসের বিবৃতি সংগৃহীত ছবি

সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এ তদন্তে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে অভিযুক্ত হিসেবে, যার মধ্যে আছে ঢাকা ক্যাপিটালসও।

 

গতকাল দেশের একটি সংবাদমাধ্যম এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর আজ নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সেখানে তারা জানায়, তদন্ত শুরুর পর থেকেই বিসিবির স্বাধীন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে এবং যে কোনো তথ্য চাওয়া হলে তা সরবরাহ করা হয়েছে। তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।  

ঢাকা ক্যাপিটালস বলেছে, “যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তাহলে আমরা নিজেরাই কঠোর ব্যবস্থা নেব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের ও আমাদের পার্টনারদের জন্য অপমানজনক। ” 

ফ্র্যাঞ্চাইজিটির দাবি, স্পট ফিক্সিং মূলত ব্যক্তি পর্যায়ের ঘটনা, ফলে আগে থেকে এ বিষয়ে তাদের জানার সুযোগ নেই। তারা আরও জানায়, দেশের ক্রিকেট উন্নয়নে অতীতেও অবদান রেখেছে ঢাকা ক্যাপিটালস এবং ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা ও ফেয়ার প্লের ভিত্তিতে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে কাজ করে যাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।