শুরুর তিন ওভারে ঝড়ো ব্যাটিং, শেষের দুই ওভারে দারুণ তাণ্ডব—এই দুই ধাক্কাতেই ভর করে লড়াকু সংগ্রহ গড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। মাঝের ১৫ ওভারে রান এল মাত্র ৯২, কিন্তু শুরু-শেষের ব্যাটিং ঝড়ে স্কোর দাঁড়াল ১৭২।
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জেতা নর্দান টেরিটরি স্ট্রাইককে হারিয়ে আগের ম্যাচের হারের ক্ষত মুছে ফেলল লাল-সবুজ। চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়, যা সেমি-ফাইনালের আশা টিকিয়ে রাখল।
ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৯ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে কেন রিচার্ডসনকে ধুয়ে দেন জিসান আলম—তিনটি চার ও একটি ছক্কায় ওভার থেকে আসে ২১ রান। পরের ওভারে মোহাম্মদ নাঈম মারেন পাঁচটি বাউন্ডারি। তিন ওভার শেষে দল পেয়ে যায় ফিফটির দেখা। তবে নাঈম (১১ বলে ২৫) আউট হওয়ার পর ব্যাটিংয়ে পড়ে ধস। জিসান করেন ২৩ বলে ৩০, সাইফ হাসান ১০ বলে ৩ রান। আফিফ হোসেন ও সোহানও শুরুতে ছিলেন ধীরগতির।
চতুর্থ থেকে দশম ওভার পর্যন্ত আসে মাত্র ২৮ রান। এরপর হঠাৎ জ্বলে ওঠেন সোহান। ২৩ বলে ৩৫ রান করে ফেরেন তিনি। আফিফ খেলেন ৪০ বলে অপরাজিত ৪১ রান, ইয়াসির আলি ১৩ বলে ২২। শেষ ওভারে কিছু বাউন্ডারিতে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭২।
জবাবে নর্দান টেরিটরি রান তাড়া শুরুতেই হারায় তিন উইকেট। হাসান মাহমুদ, রিপন মন্ডল ও তোফায়েলের আঘাতে চাপে পড়ে তারা। এরপর কনর ক্যারল (৩০ বলে ৪৩) ও জর্ডান সিল্ক (৪১ বলে ৪৮) মিলে গড়েন ৮২ রানের জুটি। কিন্তু দুজনকেই ফেরান বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। সেখান থেকেই ভেঙে পড়ে প্রতিপক্ষ। নির্ধারিত ২০ ওভারে থেমে যায় ১৫০ রানে।
১১ দলের আসরে পয়েন্ট টেবিলে এখন সপ্তম স্থানে বাংলাদেশ ‘এ’। আগামী বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে তারা।
আরইউ