ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একদিনের ম্যাচে দলীয় দ্রুততম শতরানের রেকর্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
একদিনের ম্যাচে দলীয় দ্রুততম শতরানের রেকর্ড

একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম দলীয় শতরান করে আরও একটি রেকর্ড করেছেন নিউজিল্যান্ড। বিশ্বকাপের ১১তম আসরে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েন কিউইরা।



ব্রেন্ডন ম্যাককালামের দ্রুততম হাফ সেঞ্চুরির সুবাধে কিউইরা ৬.৪ ওভারে দলীয় শতরাত পূর্ণ করে। ম্যাককালাম করেছেন ৪০ বলে ৭৭ রান। যার মধ্যে ৭টি বিশাল ছয়ের মার ও ৮টি চারের মার রয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশনরা ১২৩ রানে গুটিয়ে যায়। মূলত টিম সাউদি একাই ইংল্যান্ড শিবিরে এ ধস নামান। তিনি ৯ ওভার বল করে ৩৩ দিয়ে ৭ উইকেট নিয়ছে।   শেষ পর্যন্ত আট উইকেটের সহজ জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।