ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

যে কোন পজিশনে খেলতে প্রস্তুত রাহানে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ফেব্রুয়ারি ২০, ২০১৫
যে কোন পজিশনে খেলতে প্রস্তুত রাহানে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় মিডলঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কে রাহানে জানিয়েছেন, দলের হয়ে যে কোন পজিশনে খেলতে প্রস্তুত তিনি।

২৬ বছরের এ তারকা নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দী পাকিস্তনের বিপক্ষে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন।

তবে রোববারের সে খেলায় কোন রান না করেই সাঝঘরে ফিরেন তিনি।

ভারতের ক্রিকেট বোর্ডের টিভি বিসিসিআইকে এক সাক্ষাৎকারে রাহানে বলেন, দলের হয়ে আমি যে কোন পজিশনে খেলতে প্রস্তুত। আর এর জন্য আমার চিন্তা ধারা সবসময় ইতিবাচক। ’

তিনি আরো বলেন, ‘আমার চিন্তা ধারা যদি ইতিবাচক থাকে তাহলে সব সময়ই ভালো খেলা উপহার দিতে পারবো। আমি যখন চার অথবা পাঁচ নম্বরে ব্যাটিং করতাম তখনও সেরা খেলার চেষ্টা করতাম। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।