ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-ই সেরা মানতে অসুবিধা কোথায়!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
সাকিব-ই সেরা মানতে অসুবিধা কোথায়!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে

ব্রিসবেন থেকে: প্রশ্নটার উত্তর অধিকতর গ্রহণযোগ্য মনে হতে পারে যাদের মুখ থেকে শুনলে, তাদের একজন ইসলামাবাদে। ক্রিকেট নিয়ে এখন আর খুব একটা কথাটথা বলছেন না।

তিনি যা বলছেন সেটা রাজনীতি।

আর একজন বলছেন। তবে এমন একটা জমনায় বলছেন, যে সময় ক্রিকেটের সঙ্গে নিজের বাণিজ্যও জড়িত। যা বলার তা পয়সার বিনিময়ে বলছেন এবং লিখছেন। ইংলিশ এই ভদ্রলোক কাজ করছেন স্কাই টেলিভিশনের হয়ে। অতএব নিজের বাণিজ্যিক ইমেজ ঠিক রাখতে ‘না’-বলতে কোনো অসুবিধা হয়নি। অন্য আর একজন হিন্দি ভাষায় কমেন্ট্রি করছেন। ঘুরছেন ভারতীয় দলকে ঘিরে। তিনি ব্যস্ত মেলবোর্নে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে। অন্যজন তাসমান সাগরের ওপারে নিজের বাড়িতে। বিশ্বকাপ বা ক্রিকেট নিয়ে যা বলার তা লিখছেন এজেন্সির মাধ্যমে।

সেই সঙ্গে কাজ করছেন বিশ্বকাপে আইসিসি’র অ্যাম্বেসডর হিসেবে। তার কাছে কি প্রশ্নটা করা ঠিক হতো; ‘আইসিসির র‌্যাংকিয়ে কি একজন ক্রিকেটারের যোগ্যতার সঠিক প্রতিফলন ঘটছে সব সময়? না। ইমরান খান-ইয়ান বোথাম-কপিল দেব-রিচার্ড হ্যাডলি। এই চার বিখ্যাত সাবেক অল রাউন্ডারের কাছে প্রশ্ন করা যায়নি; সাকিব আল হাসানকে সত্যিই এই মুহুর্তে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন কি-না। কার উত্তর কি হতো সেটা তাই লেখা যাচ্ছে না। কিন্তু ক্রিকেট বিশ্বে অনেকের প্রশ্ন, সাকিব সেরা কিন্তু কাদের বিপক্ষে!

বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখনও তুচ্ছতাচ্ছিলের একটা ভাব অনেকের। এসবের জবাব সবচেয়ে ভালো হতে পারে মাঠের ২২ গজে বাংলাদেশ দলের পারফরম্যান্স। কিন্তু ব্রিসবেনে সেই সুযোগটা পেলেন কোথায় তারা! ম্যাচটাই তো ভেসে গেলো বৃষ্টিতে। ক্যানবেরায় যে সাকিবকে দেখেছে ক্রিকেট বিশ্ব ব্যাট এবং বল হাতে তা নিয়েও অনেকে বলেছেন ‘ওটাতো আফগানিস্তান নামক একটা পুঁচকে দলের বিপক্ষে!’

আর যারা বলছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন আফগানিস্তান দলটাও বিশ্বকাপ খেলতে এসেছে। আয়ারল্যান্ডের মতো দলের কাছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ হেরেছে এই বিশ্বকাপে। এ সব কিছু মনে করিয়ে দিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলরকে প্রশ্নটা করেছিলাম, আইসিসির র‌্যাংকিং পদ্ধতিটাকে সঠিক মনে করেন কিনা? লাহোরে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া সাবেক এই ক্রিকেটার সাফ জানালেন; ‘মানতে অসুবিধা কি? নিয়মটাতো সবার জন্য প্রযোজ্য হচ্ছে। ’ তার উত্তরের রেশ ধরে পাল্টা প্রশ্নটা করা গেলো। ‘

তাহলে আপনি মানেন সাকিব আল হাসান এই মুহুর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার?’ হাসি ছড়িয়ে মার্ক যে উত্তরটা দিলেন তাকে বাকি বিশ্ব উপেক্ষা করতে পারবে বলে মনে হলো না। ‘ ক্রিকেট নামক খেলাটার সঙ্গে অনেক গ্রেটের নাম জড়িয়ে আছে। তবে তারা যার সময়ে সেরা ছিলেন। এক সময়ের সঙ্গে অন্য সময়ের তুলনা চলে না। করা ঠিক না। তবে সমসাময়িকদের পারফরম্যান্স বিবেচনা করে আপনি একটা তুলনা করতেই পারেন। আইসিসি তো সেই কাজটাই করছে এবং তাতে সাকিব আল হাসানকে অলরাউন্ডারদের তালিকায় উপরেই রাখা হয়েছে। আমার তাহলে তাকে সেরা মানতে অসুবিধা কি?’ তবে আমি সরাসরি বলছি না তিনি-ই সেরা। ’

কিন্তু তারপরও যাদের একটু অসুবিধা হয়, তাদের জন্য একটা কথা বলে রাখলেন সাবেক এক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। অ্যান্ড্রু বিকেল। ব্রিসবেনের এই বাসিন্দা পরিস্কার বললেন; ‘সাকিব সেরা অলরাউন্ডার কি না সেটা পরের ব্যাপার। তবে আমার একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই; ওকে নিয়ে সব প্রতিপক্ষকেই এখন কিছুটা সময় ব্যয় করতে হয় টিম মিটিংয়ে। ও যখন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স’র (কেকেআর) হয়ে খেলেছে আমি তখন ধোনিদের চেন্নাই সুপার কিংসের কোচিংয়ের সঙ্গে জড়িত। আমাদেরও সাকিবের বোলিংটা নিয়ে ভাবতে হয়েছে। যদিও আমার মনে হয়েছে আইপিএলে ও ঠিক জায়গায় ব্যাট করার সুযোগ পায়নি। আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ও যেখানে যেটুকু সুযোগ পাচ্ছে তার সদ্বব্যহার করেই তো এক নম্বরে উঠে এসেছে। ’

বিকেলের এক সময়ের টিমমেট এবং এখন বিগব্যাশে যার সঙ্গে কমেন্ট্রি করেন, সেই ব্রেট লি কোনো মন্তব্য করতে চাইলেন না সাকিবের শ্রেষ্ঠত্ব নিয়ে। কেকেআর-এ সাকিবের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা থেকে এক সময়ের সবচেয়ে দ্রুতগতির বোলার খুব দ্রুত একটা মন্তব্য করে ঢুকে গেলেন কমেন্ট্রি বক্সে। ‘অলরাউন্ডার সাকিবের কথা আইসিসির র‌্যাংকিং বলছে। আমি শুধু বলবো মানুষ সাকিব সম্পর্কে। অ-সা-ধা-র-ণ। ’ সাধারণ মানের একটা দলে অসাধারণ মানের একজন  অলরাউন্ডার আছেন। আছেন একজন অসাধারণ মানুষও। আর সেই মানুষটার শ্রেষ্ঠত্ব নিয়ে যাদের প্রশ্ন তাদের জন্য মার্ক টেলর, অ্যান্ড্রু বিকেল কিংবা ব্রেট লি’র কথা হয়তো কোনো জবাব নয়। সেরা জবাব হতে পারে বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫ 

** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ভেসে গেল টাইগার-ক্যাঙ্গারু লড়াই, পয়েন্ট ভাগাভাগি
** ব্রিসবেনে ঝুম বৃষ্টি, মিইয়ে যাচ্ছে খেলার সম্ভাবনা
** টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে, যদি...
** সম্ভাবনা জিইয়ে থাকছে দুপুর আড়াইটা পর্যন্ত

** জিইয়ে আছে টাইগার-ক্যাঙ্গারু লড়াইয়ের সম্ভাবনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।