ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে নেমেছে চ্যাম্পিয়নরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ব্যাটিংয়ে নেমেছে চ্যাম্পিয়নরা

ঢাকা: বিশ্বমঞ্চে টানা জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমেছে টিম ইন্ডিয়ার দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। এর আগে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে ২৬০ রানের টার্গেট ছুড়ে দেয় আয়ারল্যান্ড।



টস জিতে আগে ব্যাট নেওয়া আইরিশদের টপঅর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ভালো সংগ্রহের দিকে এগুলেও শেষ দিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক ওভার বাকি থাকতে ২৫৯ রানে থেমে যায় আইরিশরা।

আইরিশদের হয়ে সর্বোচ্চ রান করেন নেইল ও’ব্রাইন। মোহাম্মদ শামির বলে উমেশ যাদবের হাতে ধরা পড়ার আগে তিনি ৭৫ বলে ৭৫ রান করেন। নেইল ও’ব্রাইনের ইনিংসে ছিল ৭টি চার আর ৩টি ছয়ের মার।

এছাড়া ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড করেন ৬৭ রান। ৯৩ বলে ৫টি চার আর একটি ছয়ে আইরিশ এ দলপতি তার ইনিংসটি সাজান। আরেক ওপেনার পল স্টার্লিং করেন ৪২ রান। দুই ওপেনার মিলে ৮৯ রানের ওপেনিং জুটি গড়েন।

ভারতের হয়ে মোহাম্মদ শামি নেন তিনটি উইকেট। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন পান দুটি উইকেট।

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অনেকটা বলে-কয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারায় আয়ারল্যান্ড। ৪ ম্যাচ খেলে আইরিশদের জয় ৩টিতে। অন্যদিকে, বিশ্বকাপে অপরাজিত থাকা ভারত ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল  নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ১০ মার্চ ২০১৫

** জয়ের জন্য চ্যাম্পিয়নদের টার্গেট ‍২৬০ রান
** শেষ ১০ ওভারে খেই হারা আইরিশরা
** আইরিশদের পঞ্চম উইকেটের পতন
** দারুণ খেলে ফিরলেন পোর্টারফিল্ড
** আয়ারল্যান্ডের সামলে উঠার চেষ্টা
** আইরিশ শিবিরে ভারতের জোড়া আঘাত
** পাওয়ার প্লে’তে আইরিশদের ৬৪/০
** সাবলীল ব্যাটিংয়ে আইরিশরা
** ব্যাটিংয়ে নেমেছে আইরিশরা
** টস হেরে ফিল্ডিংয়ে বর্তমান চ্যাম্পিয়নরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।