এ বিশ্বকাপের শুরু থেকেই ভাল খেলছে আয়ারল্যান্ড। তারপরও আইরিশদের বিপেক্ষ জয়টা প্রত্যাশিত ছিল ভারতের।
মঙ্গলবার (১০ মার্চ) হ্যামিল্টনে ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে এই বিশ্বকাপে দ্বিতীয় এবং ব্যক্তিগত ক্যারিয়ারে অষ্টম শতক হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন শিখর ধাওয়ান।
এ পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলে ৮টি শতক ও ১২টি অর্ধশতকের সাহায্যে করেছেন ২৪২৮ রান।
চলতি বিশ্বকাপে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ধাওয়ান।
এছাড়া বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে আইরিশদের বিপক্ষে সর্বোচ্চ ১৭৪ রান নিয়ে রেকর্ড গড়েছেন ধাওয়ান-রোহিত।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫