ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা ধাওয়ান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা ধাওয়ান ছবি : সংগৃহীত

এ বিশ্বকাপের শুরু থেকেই ভাল খেলছে আয়ারল্যান্ড। তারপরও আইরিশদের বিপেক্ষ জয়টা প্রত্যাশিত ছিল ভারতের।

আর এ প্রত্যাশাকে আরও সহজ করেছে ভারতীয় বামহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

মঙ্গলবার (১০ মার্চ) হ্যামিল্টনে ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে এই বিশ্বকাপে দ্বিতীয় এবং ব্যক্তিগত ক্যারিয়ারে অষ্টম শতক হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন শিখর ধাওয়ান।

এ পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলে ৮টি শতক ও ১২টি অর্ধশতকের সাহায্যে করেছেন ২৪২৮ রান।

চলতি বিশ্বকাপে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ধাওয়ান।

এছাড়া বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে আইরিশদের বিপক্ষে সর্বোচ্চ ১৭৪ রান নিয়ে রেকর্ড গড়েছেন ধাওয়ান-রোহিত।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।