ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শচীন-আকরামদের ছাড়িয়ে ওয়ানডে সেরা ভিভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
শচীন-আকরামদের ছাড়িয়ে ওয়ানডে সেরা ভিভ ভিভ রিচার্ডস

ঢাকা: একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। সেরা পাঁচের অন্যান্যরা হলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার, পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।



ইএসপিএন ক্রিকইনপো’র ডিজিটাল ক্রিকেট ম্যাগাজিন ‘দ্য ক্রিকেট মান্থলি’র উদ্যোগে ৫০ জন বিশিষ্ট খেলোয়াড়, ধারাভাষ্যকার ও লেখকদের সমন্বয়ে জুরি বোর্ড গঠন করা হয়। তাদের দেওয়া ভোটের ভিত্তিতে ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার নির্বাচন করা হয়। যার ৫৮ শতাংশ ভোটই পায় সাবেক ক্যারিবীয় ব্যাটিং  জিনিয়াস ভিভ। আজ (মঙ্গলবার) উক্ত ম্যাগাজিনের ফলাফল প্রকাশিত হয়েছে।

জুরি বোর্ডের পঞ্চাশ জনের মধ্যে ২৯ জনই প্রথম পছন্দ হিসেবে আশির দশকে সাড়া জাগানো ব্যাটসম্যানকে ভিভকে বেছে নিয়েছেন। মোট ২১ জন ক্রিকেটারকে নির্বাচন করা হয়। যাদের সবাই অন্তত একটি হলেও ভোট পেয়েছেন। এদের মধ্যে ছয়জন অস্ট্রিলিয়ান, পাঁচজন ভারতীয়, চারজন পাকিস্তানি, দু’জন করে ওয়েস্ট ইন্ডিয়ান ও দক্ষিণ আফ্রিকান এবং একজন করে শ্রীলঙ্কান ও ইংলান্ডের ক্রিকেটার।

এক সময় পুরো ক্রিকেট বিশ্বেই রাজত্ব করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দু’টি ক্রিকেট বিশ্বকাপের (১৯৭৫, ৭৬) শিরোপা ঘরে তুলেছিল ক্যারিবীয়রা। পরের আসরে ফেভারিট হয়েও ভারতের কাছে হেরে রানারআপ হয় ক্লাইভ লয়েডের দল। এই তিন বিশ্বকাপেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভিভ।

ক্যারিবীয়দের হয়ে ১৮৭ টি ওয়ানডে ম্যাচে ৪৭.০০ গড়ে ৬,৭২১ রান সংগ্রহ করেছেন ভিভ। এর মধ্যে ৪৫টি হাফ সেঞ্চুরি ও ১১টি শতক হাঁকান সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল ৯০.২০।

জুরি বোর্ডের নির্বাচকদের মধ্যে থাকা খেলোয়াড়রাও তারকা ক্রিকেটার ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথ। সুনামধন্য ধারাভাষ্যকারের মধ্যে ছিলেন টনি কোজিয়ের, মার্ক নিকোলাস, মাইক হেইসম্যান ও সঞ্জয় মাঞ্জেকার প্রমুখ। সম্মানিত লেখকদের মধ্যে রয়েছেন গিডন হেইগ, মাইক কাওয়ার্ড, সুরেশ মেনন ও মাইক সেলভি প্রমুখ।

বিচারকদের দৃষ্টিতে ভিভ সেরা হলেও পাঠকদের ভোটে ওয়ানডে সেরা হয়েছেন টেন্ডুলকার। ইএসপিএন ক্রিকইনপো’র ওয়েবসাইটে প্রায় ছয় লাখ পাঠক তাদের পছন্দের ওয়ানডে ক্রিকেটারদের ভোট দিয়েছেন। এর মধ্যে ২,৩৯,০০০ ভোট পেয়েছেন শচীন ও ২,২৫,০০০ ভোট পেয়েছেন ওয়াসিম আকরাম।

উল্লেখ্য, জুরি বোর্ডের পছন্দই চূড়ান্ত হিসেবে গণ্য হয়। যার দরুণ ওয়ানডে ক্রিকেটের সেরা হওয়ার তকমাটা পান ক্যারিবীয় ক্রিকেট লিজেন্ড ভিভ রিচার্ডস।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘন্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।