ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

১০২ রানে এগিয়ে ঢাকা বিভাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, মার্চ ১০, ২০১৫
১০২ রানে এগিয়ে ঢাকা বিভাগ ফাইল ফটো

ঢাকা: শিরোপা জয়ের শেষ লড়াইয়ে রাজশাহী বিভাগের চেয়ে ১০২ রানে এগিয়ে আছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ঢাকার করা ৩১৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে সাত উইকেটে ২১৬ রান তুলেছে রাজশাহী বিভাগ।



রাজশাহীর হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার মায়শুকুর রহমান (৫৫) ও তারেক খান (৫১)। হামিদুল ইসলাম ৪২ ও সানজামুল ইসলাম ১৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

জুবায়ের হোসেনি তিনটি ও মোশাররফ হোসেন দুটি উইকেট নেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের করা সাত উইকেটে ২৭৯ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ঢাকা। শেষ তিন উইকেটে আরো ৩৯ রান যোগ করে পয়েন্ট টেবিলের তিন নম্বর দলটি।

রাজশাহীর স্পিনার মু্ক্তার আলি চারটি, সানজামুল ইসলাম তিনটি ও ফরহাদ রেজা দুটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।