ঢাকা: পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে ঘরের মাঠে ত্রি-দেশীয় একটি সিরিজের পরিকল্পনা করেছে জিম্বাবুয়ে। আর এ পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।
ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তান ও ক্যারিবীয়ানদের বর্তমান অবস্থান যথাক্রমে আট ও নয়। দু’দলের মাঝে একটি পয়েন্টের ব্যবধান। আর ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে সেসব দল, যারা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষ আটে থাকবে।
সর্বশেষ আইসিসি’র র্যাংকিংয়ের হিসেব অনুযায়ী বাংলাদেশ ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে। আটে রয়েছে ৮৮ রেটিং পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। আর নয় নম্বরে রয়েছে ৮৭ রেটিং পয়েন্ট পাওয়া পাকিস্তান।
সম্প্রতি ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জিতে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঁচ পয়েন্ট বেশি অর্জন করে। আর আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের আরও একটি সিরিজ খেলবে বাংলাদেশ।
পাকিস্তান জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। তবে চ্যাম্পিয়নস ট্রফির কাট-অফ সময়ের আগে কোন ম্যাচ ছিল না ক্যারিবীয়ানদের। তাই পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল দলটির সামনে। এ কারণে ত্রি-দেশীয় সিরিজে সম্মতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এ সিরিজের এখনও কোন সময়সূচি ঠিক করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। অন্যদিকে পাকিস্তান এখনও কোন সাড়া দেয়নি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমএমএস