ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২ নভেম্বর ঢাকা আসছে জিম্বাবুয়ে। আর এই সিরিজকে সামনে রেখে পেসারদের নিয়ে ভাবনার শেষ নেই বিসিবি’র।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বিসিবিতে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নু বলেন, ‘জাতীয় দলের বাইরে যেসব পেসাররা ঘরোয়া লিগে খেলছেন তাদের পারফরম্যান্স খুব বেশি ভাল নয়। তাই তাদের দিয়ে খেলানোও সম্ভব নয়। ’ তবে, তিনি বিকল্প খুঁজছেন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় সফররত বাংলাদেশ ‘এ’ দল থেকে, যেখানে ভালো পারফরম্যান্স করছেন আলামিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।
এদিকে, ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফিটনেস নিয়ে নির্বাচকদের মনে শঙ্কা থাকলেও তাঁকে দলে পেতে শেষ পরযন্ত অপেক্ষা করবেন বলেও নান্নু জানান।
বাংলাদেশ সময় ১৭০৮ ঘন্টা, ২৫ অক্টোবর ২০১৫
এইচএল/আরএম