ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠ কাঁপানোর অপেক্ষায় নবাগতরা

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
মাঠ কাঁপানোর অপেক্ষায় নবাগতরা

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুটি আসর থেকে উঠে এসেছিলেন এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা। নিজেদের প্রতিভা মেলে ধরে পরিচিতি পেয়েছিলেন ক্রিকেট মহলে।

জাতীয় দলে ঢোকার আগেই পেয়েছিলেন তারকাখ্যাতি। ক্রিকেটপ্রেমীদের পছন্দের তালিকায়ও উঠে আসে এসব নাম।

এরপর তিনজনই খেলেছেন জাতীয় দলে। ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলের তৃতীয় আসর থেকেও জাতীয় দলের পাইপলাইনে উঠে আসবে কোনো না কোনো নতুন নাম। কারণ, বিপিএলে এবার দল পেয়েছেন একঝাঁক নবীন ক্রিকেটার। যদিও নবীনদের মধ্যে দুই-একজন এরই মধ্যে খেলেছেন জাতীয় দলে। তারপরও দর্শক, সংগঠক, নির্বাচক ও ক্লাব-সংশ্লিষ্টদের চোখ থাকবে এসব নতুন ক্রিকেটারদের দিকে। বাংলানিউজে আজ থাকছে সেসব ক্রিকেটারদের প্রোফাইল বিশ্লেষণ।

মুস্তাফিজুর রহমান:
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বুকেও কাঁপন ধরিয়েছেন সাতক্ষীরার এই তরুণ। চলমান জাতীয় ক্রিকেট লিগেও অসাধারণ বোলিং করে চলেছেন এই কাটার স্পেশালিস্ট। জাতীয় দলে নিজের অবস্থান পাকা করে ফেলা মুস্তাফিজ এবারই প্রথম খেলতে যাচ্ছেন বিপিএলে। বোলারদের ‘এ’ ক্যাটাগরির লটারিতে দ্বিতীয় অবস্থানে থেকে তাকে ডেকে নেয় ঢাকা ডায়নামাইটস।
 
মোসাদ্দেক হোসেন সৈকত:
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে উজ্জ্বল মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় লিগে এ পর্যন্ত তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে। ঢাকা বিভাগের  হয়ে খেলা ময়মনসিংহের এ ক্রিকেটার অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৭.৮৯ গড়ে ৬টি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকে করেছেন ১৪৮০ রান। ২০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে একটি শতক ও তিন অর্ধশতকে করেছেন ৫৭৬ রান। ঢাকা ডায়নামাইটসের হয়ে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছেন মোসাদ্দেক।
 
আবু জায়েদ চৌধুরী রাহি:
খেলোয়াড় ড্রাফটে পেস বোলিং ক্যাটাগরিতে ‘সি’ গ্রেডে ছিলেন আবু জায়েদ চৌধুরী রাহি। তাকে ডেকে নেয় রংপুর রাইডার্স। সিলেট বিভাগের এই ক্রিকেটার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ , ১৯ ও ২৩ দলের হয়ে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬ ম্যাচে নিয়েছেন ৯৯ উইকেট। লিস্ট ‘এ’তে ১৩ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

কামরুল ইসলাম রাব্বি:
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিয়মিত খেলছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। বিপিএলে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ২০০৮ সালে মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় কামরুলের। এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলে ৯১ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪২ উইকেট নিয়েছেন পটুয়াখালির এই ক্রিকেটার। এর আগে খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে।

রনি তালুকদার:
এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন একটি টি-টোয়েন্টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে করেছিলেন ২১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক এ ব্যাটসম্যান প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিপিএল টি-টোয়েন্টি। তাকে দলে টেনে নিয়েছে বরিশাল বুলস। ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭টি শতক ও ১০টি অর্ধশতকে করেছেন ২৯০১ রান। ৫৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা রনি ২টি শতক ও ৫টি অর্ধশতকে করেছেন ১৪১৪ রান।

মাহমুদুল হাসান লিমন:
অলরাউন্ডার ক্যাটাগরি থেকে ‘বি’ গ্রেডের ক্রিকেটার মাহমুদুল হাসানকে বেছে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২৪ বছর বয়সী মাহমুদুল এর আগে বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৯ ও ২৩) ক্রিকেট খেলেছেন। ব্যাট-বলে সমান পারদর্শী গাইবান্ধার এই ক্রিকেটার। টপঅর্ডারে ব্যাটিং করার পাশাপাশি অফস্পিনটা ভালোই করে থাকেন তিনি। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৮টি অর্ধশতকে করেছেন ১১৩৮ রান। বল হাতে উইকেট নিয়েছেন ৯০টি। ৫৩টি  লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৮টি অর্ধশতক ও একটি শতকে করেছেন ১২৩০ রান। উইকেট নিয়েছেন ৫০টি।

ইরফান শুকুর:
চট্টগ্রামের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইরফান শুকুর প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিপিএলে। ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। এ পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭টি অর্ধশতক ও ২টি শতকে ১১৯৩ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে করেছেন ৩৫৩ রান- যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতক।

আসিফ আহমেদ রাতুল: 
ঢাকা মেট্রোপলিসের এই অলরাউন্ডারকে বেছে নিয়েছে চট্টগ্রাম ভাইকিংস। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা আসিফ টপঅর্ডারে ব্যাটিং করার পাশাপাশি অফস্পিন করে থাকেন। জাতীয় ক্রিকেট লিগের চলমান আসরে (প্রথম শ্রেণির ক্রিকেটে) তিন হাজার রান পূর্ণ করেছেন এ ব্যাটসম্যান। ৪৩ ম্যাচ খেলে বল হাতে নিয়েছেন ৩১ উইকেট। ৩৭টি লিস্ট এ ম্যাচ খেলে করেছেন ৬৬৯ রান। উইকেট নিয়েছেন ৩৯টি।

আবু হায়দার রনি:
সবচেয়ে কম বয়সে বিপিএলে দল পাওয়া ক্রিকেটার হচ্ছেন আবু হায়দার। ঢাকা মেট্রোপলিসের এই বাঁহাতি পেসার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ১৯ বছর বয়সী আবু হায়দার ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। লিস্ট এ ম্যাচ খেলেছেন ১১টি, নিয়েছেন ১৭ উইকেট।

এ কয়জন ছাড়াও বিপিএলের নবাগত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শরিফউল্লাহ, রাসেল আল মামুনসহ আরও কয়েকজন ক্রিকেটার। বিপিএলের তৃতীয় আসরে তারা মাঠ কাঁপানোর অপেক্ষায়। এক বছর বিরতি দিয়ে আগামী ২২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তৃতীয় আসরটি।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসকে/এমআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।