ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হলো টাইগারদের অনুশীলন ক্যাম্প

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
শুরু হলো টাইগারদের অনুশীলন ক্যাম্প ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টিকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরুর আগে, বেলা সোয়া ২টায় কোচের কাছে রিপোর্ট করেন প্রাথমিক স্কোয়াডের ১১ সদস্য।

এরা হলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, শফিউল ইসলাম, এনামুল বিজয়, ইমরুল কায়েস, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।
 
তবে যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর কাছে থাকায় প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট থেকে ফিরে ৩১ অক্টোবর দলের সঙ্গে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
 
এদিকে, দক্ষিণ আফ্রিকায় টাইগার ‘এ’ দলের হযে সিরিজে অংশ নেওয়ায় অনুশীলনে অনুপস্থিত ছিলেন আল আমিন হোসেন, জুবায়ের হোসেন লিখন, লিটন দাস, সাব্বির রুম্মন, সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বি। তবে, দ. আফ্রিকা মিশন শেষ করে তারাও ৩১ অক্টোবর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি সূত্র।
   
গেল সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরকালে ইনজুরিতে আক্রান্ত টাইগার পেসার তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রয়েছেন। দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত এই পেসার জানালেন, এই মুহূর্তে শতভাগ ফিট আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং এর জন্যও পুরোপুরি প্রস্তুত। সুযোগ পেলে দলের জন্য শতভাগ দিতেও প্রস্তুত আছেন এই টাইগার পেসার। প্রায় চার মাসের লম্বা বিরতির পর ঘরের মাটিতে সিরিজ হওয়ায় বেশ খুশিও তিনি। ‍
 
বাংলাদেশ সময় ১৮১৮ ঘন্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।