ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পন্সর ‘প্রাণ আপ’

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পন্সর ‘প্রাণ আপ’ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে প্রাণ আপ। ফলে ‘প্রাণ-আপ’ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ ২০১৫’ নামেই সিরিজটি মাঠে গড়াবে।

সিরিজটিতে বাই প্রোডাক্ট হিসেবে থাকছে ‘পাওয়ার ড্রিংকস’ এবং কো-স্পন্সর হিসেবে থাকছে ‘প্রাণ ফ্রুটো’।

রোববার (০১ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের এই টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও প্রাণ বেভারেজ লিমিটেড এর ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম।

সিরিজে প্রাণের টাইটেল স্পন্সরশিপ নিয়ে জালাল ইউনুস বলেন, প্রাণের মত দেশী পণ্যকে টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে তিনি বেশ গর্বিত। এই সিরিজর পর ভবিষ্যতেও প্রাণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময় ১৩৩৪ ঘন্টা, ০১ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।