ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় জয় পেল রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বড় জয় পেল রাজশাহী ছবি : সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে তৃতীয় দিনই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেট বিভাগকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জুনায়েদ সিদ্দিকীর দল।



প্রথম ইনিংসে সিলেট ১৭৬ রানে অলআউট হলে নিজেদের প্রথম ইনিংসে রাজশাহী অলআউট হওয়ার আগে ৩৯৫ রান তোলে। দ্বিতীয় ইনিংসে সিলেট ২৪২ রান সংগ্রহ করে অলআউট হলে রাজশাহীর সামনে জয়ের জন্য মাত্র ২৪ রানের টার্গেট দাঁড়ায়। বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

প্রথম ইনিংসে সিলেটের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন নাসুম আহমেদ। রাজশাহীর হয়ে তিনটি করে উইকেট নেন ময়নুল ইসলাম এবং সানজামুল ইসলাম।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর হয়ে শতক হাঁকান ফরহাদ হোসেন এবং হামিদুল ইসলাম। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অলোক কাপালির বলে বিদায় নেওয়ার আগে ফরহাদ খেলেন ১৪৪ রানের দারুণ এক ইনিংস। আর দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান হামিদুল পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০৫ রানের ইনিংস খেলেন।

দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানো আভাস দিলেও সিলেট মাত্র ২৪২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে উইকেটরক্ষক রুমান আহমেদের ব্যাট থেকে। তিনি ১০৬ রান করে বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে রাজশাহীর হয়ে তিনটি উইকেট দখল করেন সানজামুল। এছাড়া দুটি করে উইকেট পান নিহাদুজ্জামান ও সাফাক আল জাবির।

মাত্র ২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬.২ ওভার খেলে জয় তুলে নেয় রাজশাহী।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।