ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রয়াত ক্রো’র স্মরণে কালো বেজে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
প্রয়াত ক্রো’র স্মরণে কালো বেজে কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যান্সারে আক্রান্ত হয়ে ক’দিন আগেই চলে গেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। এবার এ কিংবদন্তির স্মরণে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে কালো বেজ ধারণ করে মাঠে নামবেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা।



সুপার টেনে গ্রুপ-টু’তে লড়াই করার আগে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘এ ম্যাচে আমরা ক্রো’র সম্মানে কালো বেজ পড়ে মাঠে নামবো। তাকে স্মরণ করার এটাই আমাদের সেরা সময়। ’

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করা ক্রো’র গত ৩ মার্চ ৫৩ বছর বয়সে মৃত্যু হয়। ১১ মার্চ তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ক্রোকে কিউই ইতিহাসে এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। ৭৭ টেস্টে ৪৫.৩৬ গড়ে তিনি ৫ হাজার ৪৪৪ রান করেছিলেন। তার সেঞ্চুরি ছিলো ১৭টি। যা দলটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।