ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জিং লক্ষ্যের সামনে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
চ্যালেঞ্জিং লক্ষ্যের সামনে টাইগ্রেসরা ছবি : সংগৃহীত

ঢাকা: ওমেন্স টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নারী দলকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় ভারতীয় নারী দল।



মঙ্গলবার (১৫ মার্চ) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জাহানারা আলম।

ওপেনিং জুটিতে ৭.৪ ওভারে ৬২ রান তুলে দলের ভালো শুরু এনে দেন অধিনায়ক মিতালি রাজ (৩৫ বলে ৪২) ও ভেলাস্বামী ভানিথা (২৪ বলে ৩৮)। ওয়ানডাউনে নামা স্মৃতি মান্দানাকে শূন্য রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লেগস্পিনার ফাহিমা খাতুন।

চার নম্বরে নেমে ২৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্মানপ্রিত কর। ইনিংসের ১৮তম ওভারের চতুর্থ বলে রুমানা আহমেদের বলে স্ট্যাম্পিং হলেও বেঁচে যান ভিদা কৃষ্ণমূর্তি। উইকেটরক্ষক নিগার সুলতানা স্ট্যাম্পের ঠিক সামনে থেকে বল গ্লাভসবন্দি করায় থার্ড আম্পায়ার আউটের পরিবর্তে নো বল ডাকেন।

নতুন জীবন পাওয়া কৃষ্ণমূর্তি ৩৬ রানে (২৪ বল) অপরাজিত থেকে দলীয় সংগ্রহটা ১৬৩ তে নিয়ে যান।

দু’টি করে উইকেট নেন দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। বাকি উইকেটটি লাভ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।