ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি পুরস্কৃত করেছে। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও পেশোয়ার জালমিতে তামিমের সতীর্থ ড্যারেন স্যামিকেও পুরস্কৃত করেছে ক্লাবটি।
চার-ছক্কার মারকাটারি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে শীর্ষে থাকেন তামিম। বিশ্বকাপের ৬ ম্যাচ খেলে তামিম রান করেন ২৯৫। তামিমের ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান ১০৩। ওমানের বিপক্ষে তিনি অপরাজিত ছিলেন সেই ইনিংস খেলে। ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রানের এই তালিকায় শীর্ষে থাকা তামিমের পরেই ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল (১০০ অপ)। শুধু তাই নয়, চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেটের বিশ্বমঞ্চে তামিমের ছক্কা সর্বোচ্চ ১৪টি।
এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় গেইলের পরেই ছিলেন তামিম। ৪৮ বলে ইংল্যান্ডের বিপক্ষে শতক পাওয়ার ম্যাচে গেইল হাঁকান ১১টি ছক্কা। ওমানের বিপক্ষে শতক পাওয়া ম্যাচে তামিম পেয়েছিলেন ৫টি ছক্কার দেখা।
এমন দারুণ সব পারফর্মের কারণে শহীদ আফ্রিদির পেশোয়ার জালমি তামিমকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। ক্লাবটির প্রধান নির্বাহি জাভেদ আফ্রিদি ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে পেশোয়ার জালমির ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামিকে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেন তিনি।
টুইটারের মাধ্যমে পুরস্কারের কথা জানালে তামিম এবং স্যামি দু’জনই পেশোয়ার জালমির প্রধান নির্বাহি জাভেদ আফ্রিদিকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এমআর