ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তারপরও শাস্ত্রীকেই চান ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
তারপরও শাস্ত্রীকেই চান ওয়াসিম ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের মাটিতে সেমিফাইনাল থেকেই বিদায়। যা নিয়ে গোটা ভারতজুড়েই সমালোচনার ঝড় ওঠে।

ভারতীয় টিমের কোচিং-ম্যানেজমেন্টে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। রবি শাস্ত্রীর টিম ডিরেক্টর পদে থাকা না থাকা নিয়ে এক ধরনের গুজব ছড়াচ্ছে। তবে শাস্ত্রীর সরে দাঁড়ানোর পক্ষপাতী নন ওয়াসিম আকরাম। তার টিম ইন্ডিয়ার পরিচালকের দায়িত্বটা চালিয়ে যাওয়া উচিৎ বলে মনে করেন পাকিস্তান কিংবদন্তি।

পশ্চিমবঙ্গের বাংলা ট্যাবলয়েড দৈনিক ‘ইবেলা’তে লেখা কলামে ওয়াসিম উল্লেখ করেন, ‘উপমহাদেশের কোনো টিমই টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। নিজেদের মাটিতে মহেন্দ্র সিং ধোনি ও তার দল হট ফেভারিট ছিল। আমি কিছু রিপোর্টে দেখেছি, রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ শেষ এবং কর্তৃপক্ষ (বিসিসিআই) একজন নতুন কোচ আনতে আগ্রহী। আমি মনে করি, শাস্ত্রী এতে রাজি হবেন, তার এ আসনটিতে থাকা উচিৎ। ’

পাকিস্তানের সাবেক ‘স্পিডস্টার’ যোগ করেন, ‘এর আগে বিদেশী কোচ ভারতীয় টিমের সঙ্গে কাজ করেন। কিন্তু শাস্ত্রী এবং তার কোচিং টিম দেখিয়ে দিয়েছে যে, দেশীয় কোচরা বিদেশীদের চেয়ে কোনো অংশে কম নয়। ’

ওয়াসিম আকরাম জোর দিয়েই বলেন, ‘ডানকান ফ্লেচারের অধীনে ভারত টানা আটটি টেস্টে হার মানে। পরে শাস্ত্রী দায়িত্ব নেওয়ার পর দলের মনোবল বৃদ্ধি করেন। তিনি শুধু মনোবলই বাড়াননি টেকনিক্যাল জ্ঞানেরও প্রসার করেন। আমি জানি না ভারতীয় ক্রিকেট প্রশাসক কি চিন্তা করছেন। কিন্তু আমি আশ্চর্য হবো যদি শাস্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। ’

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।