ঢাকা: আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ জায়গা করে নেওয়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমান এবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেরা দলের তালিকা প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।
আইসিসির সেরা দলে উপেক্ষিত থেকে মুস্তাফিজ ছিলেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। তবে, ক্রিকইনফোর সেরা দলে কাটার মাস্টার রয়েছেন মেইন বোলার হিসেবেই।
এবারের বিশ্বকাপের বাছাইপর্বে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি মুস্তাফিজ। তবে, সুপার টেনের শেষ তিন ম্যাচে মাঠে নেমেই টাইগার এই বিস্ময় আবারো বিশ্ব ক্রিকেটকে চমকে দেন। মাত্র তিন ম্যাচ খেলেই দখল করেন ৯টি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাই তুলে নেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট।
ক্রিকইনফো তাদের সেরা একাদশে জায়গা দেওয়া মুস্তাফিজ প্রসঙ্গে লিখেছে, ‘স্লোয়ার কাটার, ফাস্টার কাটার, ফুলার কাটার, শর্টার কাটার সব কিছুতেই উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। ’
মুস্তাফিজের সঙ্গে সেরা একাদশে আরও সুযোগ পেয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষ ব্যাটসম্যান আহমেদ শাহজাদ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (অধিনায়ক), ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, জস বাটলার, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েইট, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, ক্যারিবীয় স্যামুয়েল বদ্রি আর ভারতের আশিষ নেহরা।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এমআর/