ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

মুশফিকুর রহিম মোহামেডানের একের ভেতরে তিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, এপ্রিল ১০, ২০১৬
মুশফিকুর রহিম মোহামেডানের একের ভেতরে তিন ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার (১০এপ্রিল) রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের দল গঠনের প্রক্রিয়া।   লটারির  মাধ্যমে অনুষ্ঠিত প্লেয়ার্স বাই চয়েজে দেশের ১২টি ক্লাব তাদের প্রিয় খেলোয়াড়দের বেছে নিয়েছেন।

যেখানে উপস্থিত ছিল দেশের স্বনামধন্য ক্লাব মোহামেডান।

 

 
প্লেয়ার্স বাই চয়েজে মোহামেডান এবার দলে ভিড়িয়েছেন; মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাঈম ইসলাম, আরিফুল ইসলাম, সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন, শুভাশিষ রায় চৌধুরি, হামিদুল ইমলাম হিমেল, হাবিবুর রহমান জনি, নাজমুল হোসেন ও গোলাম কিবরিয়াকে।

 

দল গঠন শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোহামেডানের সম্পাদক মাসুদুজ্জামান জানালেন,  ‘আমরা তল গঠনের কাজ ৮০ ভাগ করতে পেরেছি। বাকিটা আরেকটু গুছাবো। আমরা সব সময়ই ভালো দল করার চেষ্টা করেছি। ’
 
এদিকে দলটিতে আইকন প্লেয়ার হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এই টাইগার টেস্ট অধিনায়ক মোহামেডানের একের ভেতরে তিন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কোন উইকেটকিপার ছিলো না তাই মুশফিককে নিয়েছি। এছাড়াও মুশফিক  আমাদের ব্যাটিংয় ও অধিনায়কত্ব দেখবেন। আপনারা জানেন মুশফিক অধিনায়কত্বে কতটা ভালো। ’
 
খেলোয়াড় বাছাইয়ে  প্লেয়ার্স বাই চয়েজ নির্ভেজাল একটি প্রক্রিয়া উল্লেখ করে এই মোহামেডার সংগঠক আরও  বলেন,  ‘প্লেয়ার্স বাই চয়েজ বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ’
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।