ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাকিবের আট মিলিয়ন ভক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, এপ্রিল ১১, ২০১৬
সাকিবের আট মিলিয়ন ভক্ত সাকিব আল হাসান - ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: একটা সময় ছিলো যখন চলচিত্র তারকাদের অসংখ্য ভক্ত তৈরি হতো। তবে এখন সময় বদলেছে।

জনপ্রিয়তা বেড়েছে ক্রিকেট অঙ্গনের। কেনই বা হবে না?। বাংলাদেশি ক্রিকেটাররা যেভাবে বিশ্বমন্ডলে নিজেদের নাম ছড়িয়ে দিচ্ছেন, সেখানে এমন ব্যাপার হওয়াটা স্বাভাবিক। আর এই জায়গায় সব থেকে আলাদা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ সাকিবের ফ্যান পেজে ৮০ লাখ ভক্ত হয়েছে। রোববার (১০ এপ্রিল) নিজের পেজে একটি স্লাইড শো পোস্ট করেন টাইগার ক্রিকেটের সেরা এই তারকা। যেখানে তিনি লিখেন, ‘ধন্যবাদ সকল ৮ মিলিয়ন ভক্তদের’।

স্লাইড শো’টিতে সাকিব নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক তুলে ধরেন। বাঁ হাতি এ অলরাউন্ডার আইপিএলে খেলতে বর্তমানে ভারতে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।