ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

সর্বোচ্চ উইকেট পেতে চান তাইজুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, এপ্রিল ১২, ২০১৬
সর্বোচ্চ উইকেট পেতে চান তাইজুল

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারের স্বপ্ন দেখছেন লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এবারের আসরে তার দল ভাল খেলবে বলেও বিশ্বাস করেন তিনি।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুশীলনের ফাঁকে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে এবারের আসরে নিজ দলের বাইরে বাকি ১১টি দলই ভাল হয়েছে বলে জানান এই টাইগার স্পিনার। আর নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল ভাল হয়েছে। এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আশা করি টুর্নামেন্টে ভাল ফলাফল করতে পারবো। ’

এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সব সময়ই স্পিনারদের দাপট দেখা যায়। সেই দাপট এবারের আসরেও অব্যাহত থাকবে কী না? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তাইজুল জানান, ‘যদি স্পোর্টিং উইকেট হয়, তাহলে বোঝা যাবে যে স্পিনারদের কার দক্ষতা ও মেধা কতটুকু। ’

আর প্রিমিয়ার লিগে তার দলের কোচ হিসেবে যারা থাকবেন তাদের সংস্পর্শে এসে নিজেদের কর্ম পরিকল্পনাও সঠিক ভাবে সাজাতে পারবেন বলে মনে করেন তাইজুল।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।