ঢাকা: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের একাধিক ম্যাচ থেকে ছিটকে পড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার আশিষ নেহরা। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কুঁচকিতে আঘাত পাওয়ায় তাকে বিশ্রামে থাকতে হবে।
নিজেদের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামেন নেহরা। ২.১ ওভার বোলিং করেই তাকে মাঠ ত্যাগ করতে হয়। মাঠ ত্যাগের আগে তিনি ২১ রান খরচ করেন। বোলারদের ব্যর্থতার দিনে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান সে ম্যাচে হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন।
হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার নেহরার বিশ্রামের বিষয়টি নিশ্চিত করেছেন।
চেন্নাই সুপার কিংস থেকে এবারের আসরে হায়দ্রাবাদের হয়ে নাম লেখান নেহরা। দলে পেস বোলার হিসেবে নেহরা-মুস্তাফিজ ছাড়া আরও রয়েছেন ট্রেন্ট বোল্ট, বারিন্দ্রার স্রান।
নেহরার ছিটকে পড়া প্রসঙ্গে ওয়ার্নার জানান, দলের একজন মূল বোলার ছিটকে পড়লে অবশ্যই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনাকে পুরো পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে। মুস্তাফিজ বেশ ভালো বল করেছে। কিন্তু, আমাকে ভাবতে হচ্ছে পরের ম্যাচের চার ওভার নিয়ে। নেহরার অনুপস্থিতি আমাকে কঠিন চ্যালেঞ্জের মাঝেই ফেলে দিয়েছে।
হায়দ্রাবাদের পরের ম্যাচ আগামী ১৬ এপ্রিল। কাটার মাস্টার মুস্তাফিজের এবারের প্রতিপক্ষ স্বদেশি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেই খেলবে হায়দ্রাবাদ। প্রথম ম্যাচেই মুস্তাফিজ একাদশে থাকলেও কলকাতা তাদের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই রাখেনি সাকিবকে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৬
এমআর