ঢাকা: ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়া দলের অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হলেন অ্যাডাম গ্রিফিথ। পেসারদের জন্য একজন স্থায়ী পরামর্শক খোঁজার ভিত্তি হিসেবেই তাকে এ পদে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্যারিবীয়দের সঙ্গে ত্রিদেশীয় সিরিজটিতে অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। ড্যারেন লেহম্যান ছুটিতে থাকায় জাতীয় দলের কোচ হওয়ার প্রাথমিক ধাপ অতিক্রম করার সুযোগ পাচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। এবার তার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী গ্রিফিথকেও পেয়ে গেলেন।
ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শেষে সিএ’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ক্রেইগ ম্যাকডারমটের। তার জায়গাতেই স্থলাভিষিক্ত হলেন গ্রিফিথ। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সৌভাগ্য না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ম্যাচে ১৬৯টি উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সী এ ডানহাতি মিডিয়াম পেসার।
এর আগে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করেন গ্রিফিথ। তিনি ছাড়াও ও. ইন্ডিজ সফরে ল্যাঙ্গারের সহকারী হিসেবে যোগ দেবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান গ্রায়েম হিক। এই গ্রুপটিই লেহম্যানের সঙ্গে টেস্ট ও ওডিআই সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরে যেতে পারে, যেটি আগামী মাসে চূড়ান্ত হবে বলে জানা গেছে।
গায়ানায় আগামী ৫ জুন (রোববার) ক্যারিবীয়দের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এমআরএম