ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনীতে তাসকিনের স্বপ্নপূরণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
আবাহনীতে তাসকিনের স্বপ্নপূরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্লেয়ার্স বাই চয়েজে দেশসেরা পেসার তাসকিন আহমেদের ঠিকানা হয়েছে ঐহিত্যবাহী  ক্লাব আবাহনীতে।

ছোটবেলা থেকেই আবাহনী-মোহামেডান এ দুটি নাম শুনতে শুনতে বড় হয়েছেন তাসকিন। অবচেতন মনেই স্বপ্ন দেখতেন  দেশের  ঐহিত্যবাহী এ দুটি ক্লাবের কোনো একটিতে লেখাবেন নিজের নাম। ছেলেকে ঘিরে তাসকিনের ‍বাবারও ছিল এমন স্বপ্ন। অবশেষে সে স্বপ্ন পূরণ হতে চলেছে।

 

মিরপুর একাডেমি মাঠে আবাহনীর অনুশীলনে বল হাতে ৭ ওভার ঘাম ঝরানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন আহমেদ স্বপ্ন পূরণের উচ্ছ্বাস-অনুভূতির কথা  জানালেন সবার আগে, ‘যখন একেবারে ছোট ছিলাম তখন থেকেই শুনে আসছি আবাহনী-মোহামেডোন, আবাহনী-মোহামেডান...। আল্লাহর রহমতে এবার সুযোগ হয়েছে আবাহনীতে খেলার। একটা স্বপপূরণও বলতে পারেন। এখন পর্যন্ত আমার আবাহনীতে খেলা হয়নি। আবাহনীতে খেলবো এমনটা বাবারও ইচ্ছা ছিল। তো চেষ্টা করবো স্মরণীয় কিছু করার। ভালো একটা স্টার্ট দেয়ার, টিমকে ভালো কিছু দেয়ার। ’

কোচ হিসেবে আবাহনীতে খালেদ মাহমুদ সুজনকে পাওয়ায় খুশি তাসকিন আহমেদ। ‘সত্যি কথা, আমি যখন সুজন স্যারের টিমে খেলি কেন জানি মনে হয় কাছের একজন অভিভাবকের টিমে খেলছি। প্রথম বিপিএলে আমাকে সেমিফাইনাল ম্যাচটা খেলার সুযোগ দিলেন, ওটা আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্টও বলতে পারেন।   আমি অনূর্ধ্ব-১৫ যখন খেলি তখন থেকেই তিনি আমাকে নেটে দেখে আসছেন। তিনি জানেন, আমাকে কিভাবে পরিচালনা করলে ভালো রেজাল্ট দিতে পারবো। আবাহনীতে প্রথমবার খেলছি, কোচ হিসেবেও তাকে পেয়েছি। আশা করছি প্রিমিয়ার লিগে ভালো একটা কিছু হবে। ’  

প্রিমিয়ার লিগ শেষ করেই বোলিং পরীক্ষা দেবেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হওয়া তাসকিন আহমেদ। পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সহজেই ফিরতে পারবেন বলে আত্মবিশ্বাসী এ ডানহাতি পেসার।

তাই পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নন এ তরুণ পেসার, ‘পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করছি না। কারণ আমার বোলিংয়ে বড় ধরনের পরিবর্তন আনার কিছু নেই। বিসিবি যে প্ল্যান দিয়েছে সে অনুযায়ী কাজ তো করছি। সেই সাথে আবাহনীতে যারা আছেন সবাই কাছ থেকে দেখছেন, সবাই হেল্প করছেন আমাকে। এখন লক্ষ্য প্রিমিয়ার লিগটা ভালো খেলার, লিগ শেষে পরীক্ষা নিয়ে চিন্তা করবো। আর বিসিবি যখন চিন্তা করবে পরীক্ষায় পাঠানোর, তখন পরীক্ষা দিয়ে আসবো। আশা করি, ভালো কিছুই হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।