ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাক নির্বাচক হতে সময় চান ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, এপ্রিল ১৬, ২০১৬
পাক নির্বাচক হতে সময় চান ইনজামাম সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার দৌঁড়ে ইনজামাম-উল-হককে রাখছে পিসিবি। একটি সূত্রের খবর, ইনজামাম ও রশিদ লতিফের সঙ্গে  চেয়ারম্যান শাহরিয়র খানের কথা চলছে।

তবে ইনজামামকে প্রধান পাক নির্বাচক হতে গেলে আফগানিস্তানের কোচের দায়িত্ব ছাড়তে হবে। সঙ্গে মাসিক ১২ হাজার ডলার বেতনও। তবে এমন গুরু দায়িত্ব নেওয়ার আগে সময় চেয়েছেন কিংবদন্তি এ ক্রিকেটার।

ইনজামাম ইতোমধ্যে পিসিবিকে জানিয়েছেন, আফগানিস্তান বোর্ডের সঙ্গে তার ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। আর এ পরিস্থিতিতে তিনি দলটি ছেড়েও আসতে পারছেন না।

পাকিস্তান জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১২০ টেস্ট ও ৩৯৮টি ওয়ানডে খেলা ইনজি গত বছর আফগানদের প্রধান কোচ হয়েছেন। আর এ সময় দলটি তার অধীনে দুর্দান্ত কিছু সাফল্য পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।