ঢাকা: জাতীয় দলের একজন মাত্র ক্রিকেটার আছেন প্রিমিয়ার লিগের ক্লাব কলাবাগান ক্রীড়া চক্রে। এই একজনকে নিয়েই গর্ব করতে পারে ক্লাবটি।
বিপিএলে মাশরাফিকে দলে নিয়ে শিরোপার স্বাদ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাধারণ একটি দলকেও অসাধারণ করে তোলার শক্তি মাশরাফির মধ্যে। ক্রিকেট বিশ্লেষণ ক্ষমতা, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আর ঝুঁকি নেয়ার সাহস অন্যদের চেয়ে এগিয়ে রাখে এ অধিনায়ককে। মাশরাফির মতো অধিনায়ক দলে থাকাটাই তাই কলাবাগানের প্রেরণা।
টি-২০ বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে পরিবারকে নিয়ে ভূস্বর্গ খ্যাত কাশ্মির গিয়েছিলেন মাশরাফি। শুক্রবার (১৫ এপ্রিল) দেশে ফিরে শনিবার থেকেই কলবাগানের ডেরায় নিয়মিত দেখা যাচ্ছে তাকে। জিমে ফিটনেস নিয়েই কাজটা করছেন বেশি। তবে দলের সবাইকে উদ্বুদ্ধ করতে চেষ্টার কমতি নেই এই ক্রিকেটারের। কাগজে-কলমে দলটা খুব শক্তিশালী হয়নি। তাই দলটি নিয়ে যে একটু বেশি পরিশ্রমই করতে হবে মাশরাফিকে।
মাশরাফির সঙ্গে দলে আছেন আরও তিন পেসার-রবিউল ইসলাম, দেওয়ান সাব্বির ও শরিফুল ইসলাম। ঘরোয়া লিগে তুরুপের তাস বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবার মাশরাফির দলে। প্রথমবার প্রিমিয়ার লিগে একই দলে খেলছেন এ দুই বন্ধু।
অলরাউন্ডার হিসেবে দলে আছেন তানভির হায়দার ও মেহরাব হোসেন (জুনিয়র)। আর টপঅর্ডারে আছে তরুণ ব্যাটসম্যান তাসামুল হক, সাদমান ইসলামরা। মিডল অর্ডারে হাল ধরবেন শরিফউল্লাহ। মিডলঅর্ডারে শক্তি বাড়াতে জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজাকে (বিদেশি ক্যাটাগরি) আনার চিন্তাভাবনা করছে ক্লাবটি।
সাদামাটা এই দলটাকে যদি সুপার লিগে নিতে পারেন তাহলেই হয়তো খুশি হয়ে যাবে ক্লাব অফিসিয়ালরা। ১২ দলের মধ্যে গতবার কলাবাগান ছিল ১০ নম্বরে। তবে মাশরাফির চোখ নিশ্চয়ই থাকবে চ্যাম্পিয়নশিপে।
কলবাগান ক্রীড়া চক্র: তাসামুল হক, মোহাম্মদ শরীফউল্লাহ, সাদমান ইসলাম অনিক, হ্যামিল্টন মাসাকাদজা (সম্ভাব্য) তানভীর হায়দার খান, মেহরাব হোসেন (জুনিয়র), নিহাদুজ্জামান, জসিম উদ্দীন, দেওয়ান সাব্বির আহমেদ, হাসানুজ্জামান, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম শিবলু, শরীফুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসকে/এমআরএম