ঢাকা: ক’দিন আগেও অনূর্ধ্ব-১৯ দলে একসাথে খেলেছেন জয়রাজ শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত। প্রিমিয়ার লিগে এবার একে অপরের প্রতিপক্ষ।
ভিন্ন ক্লাবে খেললেও সখ্যতা একটুও কমেনি তাদের মধ্যে। রোববার (১৭ এপ্রিল) একাডেমি মাঠের ছাউনির নিচে এক ফ্রেমে বন্দি হলেন এ তিন ক্রিকেটার। সঙ্গে ছিলেন গত বছর অনূর্ধ্ব-১৯ দল থেকে বের হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
দুষ্টুমি, মজা, কোচের পাঠ-এসব মিলে দারুণ সময়ই নাকি পার করছেন তারা। বয়সভিত্তিক দলের খোলস ছেড়ে বের হওয়া এ ক্রিকেটারদের লক্ষ্য এখন লিগে ভালো করে ‘এ’ দলে জায়গা পাওয়া। নির্বাচকরা নিশ্চয়ই চোখ রাখবেন লিগে ওদের পারফরম্যান্সের দিকে।
সাধারণত জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে লিগে কে কেমন পারফরম্যান্স করলো- এ নিয়েই আগ্রহ বেশি থাকে সবার। তবে তরুণ ক্রিকেটাররা কেমন করছে এ নিয়ে দর্শকের আগ্রহের সময়ও এসে গেছে। অ-১৯ বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশের ম্যাচগুলোতে মাঠে দর্শক উপস্থিতিতেই সেটি স্পষ্ট হয়েছে। ওদের ভালো-মন্দের উপরই যে বাংলাদেশের ভবিষ্যত-ক্রিকেট। এটি এখন ভালোভাবেই বুঝতে পারেন দেশের ক্রিকেটভক্তরা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও তার প্রস্তুতি মিলে অসংখ্য ম্যাচ খেলেছেন এ তিন তরুণ ক্রিকেটার। খেলার মধ্যে থাকায় ক্লাবগুলো আগ্রহ নিয়েই দলে রেখেছেন তাদের। তরুণ কিকেটারদের ঘিরে ক্লাবগুলোরও প্রত্যাশা বেশি। প্রত্যাশা পূরন করতে কতটুকু আশাবাদী-এমন প্রশ্ন ছিল জয়রাজের কাছে। আত্মবিশ্বাস নিয়েই জানালেন, ‘আমি শতভাগ সিরিয়াস। ক্লাব আমার উপর ভরসা রেখেছে বলেই আমাকে দলে নিয়েছে। চেষ্টা করবো তাদের প্রত্যাশা পূরণ করার। ’
অ-১৯ দলের পাঠ চুকিয়ে এসেছেন জয়রাজ। ১৯ পেরিয়ে ২০-এ পাঁ রাখতে যাচ্ছেন এ ব্যাটসম্যান। বয়সভিত্তিক দল পার করে এবার বাংলাদেশ ‘এ’ দলে জায়গা করে নেয়া লক্ষ্য তার।
‘এ’ দলের দরজায় কড়া নাড়তে হলে ঘরোয়া লিগে ভালো পারফরম্যান্সের বিকল্প নেই। সেটি ভালোভাবেই বুঝতে পারছেন এ ডানহাতি ব্যাটসম্যান, ‘আমাদের মতো তরুন ক্রিকেটারদের জন্য এটা একটি বড় সুযোগ। সামনে ‘এ’ দলের অনেক খেলা আছে। সেখানে সুযোগ করে নিতে এই লিগ অনেক ভূমিকা রাখবে। সুযোগ পেতে এই লিগে ভালো করতেই হবে। এটা আমার জন্য চাপ নয়, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ’
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসকে/এমআরএম