ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির পুনের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ধোনির পুনের টানা দ্বিতীয় হার ছবি: সংগৃহীত

ঢাকা: মুরালি বিজয় ও মানান ভোহরার অর্ধশতকে ভর করে আইপিএলের এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে, টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস।

পুনের দেয়া ১৫৩ রানের লক্ষ্যটা ছয় উইকেট হাতে রেখে ৮ বল বাকি থাকতেই টপকে যায় পাঞ্জাব।

 

দুই ওপেনার মুরালি বিজয় (৪৯ বলে ৫৩) ও মানান ভোহরার (৩৩ বলে ৫১) ৯৭ রানের জুটিতে টুর্নামেন্টে প্রথম জয়ের ভিত পায় পাঞ্জাব। তবে শন মার্শ (৪) ও অধিনায়ক ডেভিড মিলার মাত্র ৭ রানে ফিরে গেলে ম্যাচে খানিকটা উত্তেজনা ফিরে আসে।

 

কিন্তু, ১৪ বলে ৩২ রানে অপরাজিত থেকে পাঞ্জাবের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তার ‘বিস্ফোরক’ ইনিংসটিতে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার।

পুনের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন লেগস্পিনার মুরুগান অশ্বিন। আঙ্কিত শর্মা নেন একটি। চার ওভারে ২৭ রান খরচায় উইকেটশূন্য থাকেন রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে রোববারের (১৭ এপ্রিল) ম্যাচটিতে মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে সাত উইকেটে ১৫২ রানের স্কোর দাঁড় করায় পুনে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান (৫৩ বলে) করেন ওপেনার ফাফ ডু প্লেসিস। কেভিন পিটারসেন ১৫ ও অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ২৬ বলে ৩৮ রানের ইনিংস উপহার দেন। মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন ধোনি।

পাঞ্জাবের হয়ে মোহিত শর্মা তিনটি, সন্দীপ শর্মা দু’টি ও কাইল অ্যাবট একটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।