ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তান নির্বাচক হলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, এপ্রিল ১৮, ২০১৬
পাকিস্তান নির্বাচক হলেন ইনজামাম ছবি:সংগৃহীত

ঢাকা: অবশেষে পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্বে বসলেন ইনজামাম উল হক। এ দিন পিসিবি তার সঙ্গে চুক্তি প্রায় নিশ্চিত করে ফেলেছে।

তবে এখনও এই নিয়ে অফিসিয়ালি কিছু জানায়নি পিসিবি।

প্রধান কোচ হিসেবে সাবেক পাক অধিনায়কের সঙ্গে আফগানিস্তানের চুক্তি এখনও রয়েছে। তবে জানা যায় সোমবার পিসিবি অফিসিয়ালি ভাবে নির্বাচক হিসেবে ঘোষণা করতে পারে ইনজির নাম।

বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে পিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে মাসে আট হাজার ডলারেই রাজি হয়েছেন এ কিংবদন্তি। আফগান কোচ হিসেবে তার বেতন ছিল মাসে ১২ হাজার ডলার।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।