ঢাকা: আবাহনী ঘরানার তো বটেই, অন্য ক্লাবগুলোর খেলোয়াড়দের মুখেও শোনা যাচ্ছে আবাহনীই সেরা টিম। কাগজে-কলমে সেরা টিমই আবাহনী।
কাগজে-কলমে নিজেদের শক্তিশালী মানছেন তামিমও। তবে খেলাটা যে হবে মাঠে। এজন্য মাঠে ভালো খেলাতেই বিশ্বাসী আবাহনীর সম্ভাব্য এ অধিনায়ক, ‘কাগজে-কলমে অবশ্যই আমাদের দলটা অনেক শক্তিশালী। আসলে কাগজে কলমে হিসেব করে লাভ নেই। মাঠে ভালো খেলতে হবে। তবেই রেজাল্ট নিজেদের পক্ষে আসবে। ’
কাগজে-কলমের হিসেব মাঠে ভালো না খেলতে পারলে যে কাজে আসবে না-এটা তামিমের চেয়ে ভালো আর কে জানে! বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন তামিম। দেশি-বিদেশি ক্রিকেটার মিলে ফেভারিট তকমা নিয়েই মাঠে নেমেছিল তামিমের দল। কিন্তু ফলাফল আসেনি। ছয় দলের মধ্যে চিটাগং হয়েছিল ষষ্ঠ।
এজন্য কাগজে-কলমের হিসেব আর মাঠের খেলাকে আলাদা করে দেখেন তামিম, ‘বিপিএলে আমাদের দল চিটাগাং ভাইকিংসও অনেক শক্তিশালী ছিলো। কিন্তু শেষ পর্যন্ত আমরা ৬ নম্বর হয়েছি। তবে এটুকু বলতে পারি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আবাহনী দল গড়েছে। চেষ্টা করবো আবাহনীকে চ্যাম্পিয়ন করানোতে ভূমিকা রাখতে। ’
টি-টোয়েন্টি বিশ্বাকাপ শেষে মাঝের তিন সপ্তাহ ব্যাট হাতে নিতে পারেননি তামিম। পরিবারসহ ওমরাহ করে সৌদি আরব থেকে ফিরে মঙ্গলবার (১৯ এপ্রিল) ব্যাট হাতে ফতুল্লায় নেমেছিলেন প্রাইম ব্যাংকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ২০ দিন পর ব্যাট হাতে নিয়েও খেলেন ৯০ বলে ১৩৯ রানের ইনিংস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাবাহিকতা ব্যাট হাতে ধরে রাখায় তামিম এবারের প্রিমিয়ার লিগে নিজের পারফরম্যান্স নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, আমি ২০ দিন পর ব্যাট হাতে নিলাম। ২০ দিন পর এমন একটি ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে। ব্যাটসম্যানরা রান করলে এমনিতেই তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। এমন রান করতে পারলে দলের জন্যই ভালো। পুরো টুর্নামেন্টে আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৬
এসকে/এমআর