ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়কে এগিয়ে রাখছেন রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৬
দ্রাবিড়কে এগিয়ে রাখছেন রিকি পন্টিং ছবি: সংগৃহীত

ঢাকা: ক’দিন আগে ‘কোনো ভারতীয় টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদে উপযুক্ত নয়’-এমন বিতর্কিত মন্তব্য করেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও দলপতি মোহাম্মদ আজহার উদ্দিন। তবে, অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিং জানালেন, ভারতের কোচ হতে রাহুল দ্রাবিড়ই উপযুক্ত।

 

আজহার যদিও জানান, বিদেশি কোনো কোচকেই ভারতের ক্রিকেট বোর্ড নিয়োগ দিতে যাচ্ছে। তারপরও তিনি দেশিয় কোচের দৌড়ে এগিয়ে রাখেন দ্রাবিড়কেই। অজি সাবেক দলপতিরও চাওয়া এমনটাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার ডিরেক্টরের পদ থেকে মেয়াদ শেষ হয় রবি শাস্ত্রীর। তারপর থেকেই ভারতের কোচ হওয়ার জন্য ইচ্ছে পোষণ করতে থাকেন বেশ কিছু হাই-প্রোফাইলের বিদেশি কোচ। শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে দেশি কোচদের মধ্যে এগিয়ে থাকা কিংবদন্তি ব্যাটসম্যান ও ভারতের সাবেক দলপতি রাহুল দ্রাবিড় ছাড়াও রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন, টাইগারদের অস্ট্রেলিয়ান সাবেক কোচ স্টুয়ার্ট ল, নিউজিল্যান্ডের সাবেক দলপতি স্টিফেন ফ্লেমিং, ডেনিয়েল ভেট্টরিরা।

দ্রাবিড় ভারতের ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। এছাড়া চলমান আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবেও কাজ করছেন তিনি।

দ্রাবিড় প্রসঙ্গে আজহার জানান, বর্তমানে যে কোনো খেলাতেই বিদেশি কোচ নেওয়ার প্রবনতা থাকে। আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেটেও কোনো না কোনো বিদেশি প্রধান কোচের দায়িত্ব নেবে৷ ভারতীয় সাবেকরা এই সুযোগ পাবে বলে মনে হয় না৷ মনে হচ্ছে দেশের কোচ হতে ভারতীয় সাবেকরা উপযুক্ত নন। তবে, দ্রাবিড়কে ভারতের কোচের পদে সুযোগ দেওয়া দরকার। ভারতীয়দের মধ্যে আর কাউকেই দেখি না যারা এই পদে যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবেন।

এদিকে, দ্রাবিড় প্রসঙ্গে পন্টিং জানান, যদিও এটা আমার সিদ্ধান্তে হবে না, তারপরও বলছি ভারতের জাতীয় দলে দ্রাবিড়কে খুব বেশি দরকার। আমি জানিনা দেশটির ক্রিকেট বোর্ড কোচ নিয়ে কি ভাবছে। তারা হয়তো আরও হাই প্রোফাইলের কোচ নিয়গো দিতে চাচ্ছে। কিন্তু, দ্রাবিড় যদি এই সুযোগটি নিতে চায়, তবে তাকেই এই পদ দেওয়া দরকার।

পন্টিং আরও যোগ করেন, দ্রাবিড় একজন অভিজ্ঞ ক্রিকেটার। সে আইপিএলের মতো আসরে খেলেছে এবং একটি দলের কোচ হিসেবে নিয়োজিত। ক্রিকেটের তিন ফরমেটেই তার দারুণ অভিজ্ঞতা রয়েছে। তবে, আমার মনে হয় ভারতের দলপতিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেই দেশটির ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। তাদের টেস্ট দলপতি বিরাট কোহলির ইচ্ছের উপরও দেশটির ক্রিকেট বোর্ডের নজর রাখা দরকার।

সম্প্রতি ভারতীয় কোচের জন্য নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরির নাম প্রস্তাব করেছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। এ প্রসঙ্গে আজহার জানিয়েছিলেন, ‘যদি কোহলি কোচ হিসেবে ভেট্টোরিকে চায়, তা হলে এ ব্যাপারে আমি একমত। কারণ ভবিষ্যতে কোহলিই তিন ফরমেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে। আশা করি আমার সঙ্গে সবাই একমত হবেন। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।