ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শেন ওয়ার্নের তালিকায় আশরাফুল, আছেন শচীন-লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জুলাই ২৪, ২০১৬
শেন ওয়ার্নের তালিকায় আশরাফুল, আছেন শচীন-লারা শেন ওয়ার্ন-মোহাম্মদ আশরাফুল-ছবি:সংগৃহীত

ঢাকা: লেগ স্পিনকে বিশ্ব দরবারে সবচেয়ে উঁচুতে নিয়ে যাওয়ার পেছনে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন, তিনি শেন ওয়ার্ন। ক্রিকেট বিশ্বে তার নাম ‘কিং অব স্পিন’।

অবসরের আগে তিনিই ছিলেন টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক।  

তার ঘূর্ণিতে ঘায়েল হতে হয়েছে বড় মাপের সব ব্যাটসম্যানদের। ১৯৯০ থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত উইকেটে রাজত্ব করা অস্ট্রেলিয়ান এ কিংবদন্তি প্রতিপক্ষের প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের সেরা ব্যাটসম্যানদের তালিকা করেছেন। যাদের বিপক্ষে তিনি বল করেছিলেন। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড বনাম পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ওয়ার্ন। আর সে সময় স্কাই স্পোর্টসের এক সাক্ষাতকারে তিনি শচীন, লারা, ক্যালিস ও সাঈদ আনোয়ারদের নাম তুলে ধরেন।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার তার প্রথম পছন্দ। যেখানে ইংল্যান্ডের রয়েছেন গ্রাহাম গুচ। দক্ষিণ আফ্রিকায় তার পছন্দের তালিকায় জ্যাক ক্যালিসের সঙ্গে আছেন হ্যান্সি ক্রোনিয়ে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও জায়গা পেয়েছেন ওয়ার্নের তালিকায়।

পাকিস্তানের সাঈদ আনোয়ার রয়েছেন তার তালিকায়। প্রয়াত মার্টিন ক্রো রয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে। শ্রীলঙ্কান অরবিন্দ ডি সিলভা ওয়ার্নের তালিকায় রয়েছেন। জিম্বাবুয়ের মধ্যে তিনি বেছে নেন ডেভিড হাটনকে। আর বাংলাদেশিদের মধ্যে কিংবদন্তি স্পিনারের সেরা পছন্দ আশরাফুল।

বাংলাদেশ ক্রিকেট দলে এক সময়ের দুর্দান্ত ব্যাটসম্যান আশরাফুল ৬১টি টেস্ট খেলেছেন। যেখানে ২৪ গড়ে ছয়টি সেঞ্চুরি ও আটটি হাফ-সেঞ্চুরিতে তিনি ২৭৩৭ রান করেন। তার অধীনে রয়েছে সাদা পোশাকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড। ২০০১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৭ বছর ৬১ দিনে তিন অঙ্কের ঘরে পৌঁছে রেকর্ড গড়েন আশরাফুল।

শেন ওয়ার্নের তালিকায় ব্যাটসম্যান:

ভারত- শচীন টেন্ডুলকার
ইংল্যান্ড- গ্রাহাম গুচ
নিউজিল্যান্ড- মার্টিন ক্রো
ওয়েস্ট ইন্ডিজ- ব্রায়ান লারা
দক্ষিণ আফ্রিকা- হ্যান্সি ক্রোনিয়ে / জ্যাক ক্যালিস
পাকিস্তান- সাঈদ আনোয়ার
শ্রীলঙ্কা- অরবিন্দ ডি সিলভা
জিম্বাবুয়ে- ডেভিড হাটন
বাংলাদেশ- মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।