ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজহীন ম্যাচে সাসেক্সের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
মোস্তাফিজহীন ম্যাচে সাসেক্সের হার

ঢাকা: রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্সের হয়ে মাঠে নামতে পারেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চেলটেনহামের কলেজ মাঠে সাউথ গ্রুপে থাকা মোস্তাফিজহীন সাসেক্স ৫১ রানে হেরেছে গ্লোচেস্টারশায়ারের বিপক্ষে।


 
ফলে, কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে একরকম ছিটকেই পড়লো মোস্তাফিজের নতুন দলটি।
 
অনুশীলনে কাঁধে চোট পাওয়ার কারণে সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মোস্তাফিজুর রহমানের অভিষেকের অপেক্ষাটা বেড়েছে। গ্লোচেস্টারশায়ারের বিপক্ষে একাদশে মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেয়নি সাসেক্স।
 
টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান সাসেক্স অধিনায়ক লুক রাইট। গ্লোচেস্টারশায়ারের দলপতি মাইকেল ক্লিনগার ৪৬, গ্রায়েম ভ্যান ৩৮, হামিশ মার্শাল ১১, বারনেট ২৯, টম স্মিথ ৪৩ আর প্যাট্রিকের ২০ রানের সুবাদে দলটি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে।
 
মোস্তাফিজ সতীর্থ ক্রিস জর্ডান সর্বোচ্চ তিনটি উইকেট পান।
 
২৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৫.৪ ওভারে গুটিয়ে যায় সাসেক্স। ১৯১ রান তুলতে হ্যারি ফিঞ্চ অপরাজিত ৮৭ রান করেন। তবে, আর কোনো ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেননি। দলপতি লুক রাইট ১৮ রান করে বিদায় নেন। ৩৯ রান করেন বেন ব্রাউন। ক্রিস জর্ডানের ব্যাট থেকে আসে ১৪ রান।
 
টম স্মিথ গ্লোচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন।
 
ওয়ানডে কাপের সাউথ গ্রুপে ৯ দলের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা শোচনীয়ই বলা যায়। পাঁচ ম্যাচ শেষে চারটিতেই হেরে তলানিতে অবস্থান করছে তারা।
 
লন্ডনের কেনিংটন ওভালে গ্লোচেস্টারশায়ারের বিপক্ষেই পরবর্তী ম্যাচে মাঠে নামবে সাসেক্স। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। এ ম্যাচে মোস্তাফিজের মাঠে নামা হবে কিনা সেই অপেক্ষায় কোটি টাইগার সমর্থক।
 
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।