ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের মাটিতে প্রথমবার ইনিংস জয় ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, জুলাই ২৫, ২০১৬
ক্যারিবীয়দের মাটিতে প্রথমবার ইনিংস জয় ভারতের ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় পেল ভারত। সেই সঙ্গে এশিয়ার বাইরে বড় জয়গুলোর মধ্যে একটি পেল দলটি।

আর এ জয়ের পেছনে ম্যাচের চতুর্থ দিন বড় ভূমিকা রেখেছেন স্পিনার রবি চন্দ্রন অশ্বিন। এক ইনিংস ও ৯২ রানের জয়ের পেছনে ডানহাতি অশ্বিন শেষ ইনিংসে একাই সাত উইকেট তুলে নেন।

 

স্কোর: ভারত-৫৬৬/৮ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ-২৪৩ ও ২৩১

প্রথম ইনিংসে বাজে খেলে ফলোঅনে পড়া ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসেও সুবিধে করতে পারেনি। ২৩১ রানেই শেষ হয় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট। তাকে সঙ্গ দিয়ে দেবেন্দ্র বিশু করেন ৪৫। এর আগে ৫০ রানের ইনিংস খেলেন মারলন স্যামুয়েলস।

অশ্বিন ২৫ ওভার বল করে আট মেডেন ও ৮৩ রানের বিনিময়ে সাতটি উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেট পান ইশান্ত শর্মা, উমেষ যাদভ ও অমিত মিশরা।

ম্যাচ সেরার পুরস্কার ওঠে অশ্বিনের হাতে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।