ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের রেকর্ড ভাঙা দলীয় সর্বোচ্চ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, আগস্ট ৩১, ২০১৬
ইংলিশদের রেকর্ড ভাঙা দলীয় সর্বোচ্চ রান

ঢাকা: ক্রিকেটের ইতিহাসে ৩৭৭৩ তম ওয়ানডে অনুষ্ঠিত হলো নটিংহামে। সফরকারী পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড মাঠে নামে।

আর এই ম্যাচেই রেকর্ড ভাঙলো দলীয় সর্বোচ্চ ইনিংসের।

২০০৬ সালের ০৪ জুলাই নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে ৪৪৩ রান তুলেছিল এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কা। ২৩৯০ তম ওয়ানডেতে লঙ্কানরা ৯ উইকেট হারিয়ে এই দলীয় সংগ্রহ দাঁড় করায়। এতোদিন সেটিই ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস রেকর্ড।

মঙ্গলবার (৩০ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে সেই রেকর্ড ভেঙে ৪৪৪ রান তুলেছে ইংল্যান্ড।

এর আগে ১৭ বার ৪০০ রানের ইনিংস দেখেছে ওয়ানডে ফরমেট। সর্বোচ্চ ছয়বার ৪০০ রানের ইনিংস খেলেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচবার ৪০০ রানের কোটা পার করেছে ভারত। শ্রীলঙ্কা দুইবার, অস্ট্রেলিয়া দুইবার দলীয় ৪০০ রানের কোটা পার করেছিল। ইংলিশদের এই ইনিংস শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো দুইবারে। একবার দলীয় ৪০০ রান করেছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়:০০৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ