ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, সেপ্টেম্বর ৮, ২০১৬
বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড ছবি: সংগৃহীত

ঢাকা: টাইগারদের বিপক্ষে খেলতে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং ডানহাতি ফাস্ট বোলার মার্ক উড আসছেন না আসন্ন সিরিজে। ডারহামের এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ইসিবি।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংলিশরা। এরপর তারা ভারত সফরে যাবে।

বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে ইসিবি’র নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের সবুজ সংকেতের পর জাতীয় দলকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে এখনও সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি দলটির সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। এ সফরে নিরাপত্তা ঝুঁকি থাকার প্রসঙ্গে মরগান ছাড়াও সিদ্ধান্তহীনতায় ভুগছেন জস বাটলার ও লিয়াম প্লাঙ্কেট।

ইসিবি’র নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের সবুজ সংকেতের পর বাংলাদেশে আসতে রাজী হন কুক।

ইংলিশ বোর্ডটি আগেই জানিয়েছিল, বিশ্রাম দেওয়া হতে পারে স্পিন অলরাউন্ডার মঈন আলীকে। তবে, ইংল্যান্ডের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে মঈন আলী পরিস্কার ভাবে জানিয়ে দেন তিনি বাংলাদেশ সফরে আসবেন। এদিকে, ইংল্যান্ডের ওয়ানডে ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেট জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই বাংলাদেশে আসার সিদ্ধান্ত দেবেন তিনি।

বাংলাদেশে আসতে শঙ্কা প্রকাশ করেন ওপেনার অ্যালেক্স হেলস। যদিও দলের কোচ ট্রেভর বেইলিস ও সহকারী কোচ পল ফারব্রেস সফর করার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ইংলিশদের। ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ আগস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ