ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টপঅর্ডারে ‘সমাধান’ হতে পারেন নাফীস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
টপঅর্ডারে ‘সমাধান’ হতে পারেন নাফীস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল বুলস। গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। বিপিএলের এবারের আসরে বরিশালের সবচেয়ে স্বস্তির জায়গা মিডলঅর্ডার ব্যাটসম্যানদের রান পাওয়া। 

মিরপুর থেকে: প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল বুলস। গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

বিপিএলের এবারের আসরে বরিশালের সবচেয়ে স্বস্তির জায়গা মিডলঅর্ডার ব্যাটসম্যানদের রান পাওয়া।  

মিডলঅর্ডারে মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস আছেন দারুণ ছন্দে। চার নেমে মুশফিকুর রহিম প্রথম ম্যাচে খেলেছেন ৫০ রানের অপরাজিত ইনিংস। গতকাল কুমিল্লার বিপক্ষে চাপের মধ্যে থেকেও খেলেছেন ৩০ রানের দুর্দান্ত ইনিংস। পাঁচে খেলা নাফীস প্রথম ম্যাচে ৫৫ আর গতকাল ছিলেন ১ রানে অপরাজিত। ৬ নম্বরে নামা থিসারা পেরেরাও আছেন ছন্দে। ২০ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে গতকাল বরিশালকে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

মিডলঅর্ডার দুর্দান্ত হলেও নড়বড়ে বরিশালের টপঅর্ডার। ওপেনিংয়ে দিলশান মুনাবেরা ও শামসুর রহমান শুভ জ্বলে উঠতে পারছেন না। তিনে নামা ডেভিড মালান শুরু ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি দুটি ম্যাচেই।

বিপিএলের আগের তিন আসরেই শাহরিয়ার নাফীস ওপেনিংয়ে নেমে সফল হয়েছেন। তার ক্যারিয়ার শুরু ওপেনার হিসেবেই। বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরি এসেছিল ওপেনার হিসেবেই। ২০১৩ সালে খুলনার মাঠে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়্যালসের হয়ে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন নাফীস। এবারের আসরে টপঅর্ডারে বরিশালের ব্যর্থতার সমাধান হতে পারেন নাফীস।

নাফীস অবশ্য আস্থা হারাতে চান না বরিশালে টপঅর্ডারে। তার আশা টপঅর্ডার দ্রুতই জ্বলে উঠবে, ‘এটা নিয়ে চিন্তিত না। আশা করি যার যার দায়িত্ব পালন করবে। মাত্র দুইটা ম্যাচ হয়েছে উপরে যারা আছে রান করে নাই। তাড়াতাড়িই তারা রানে  ফিরবে বলে আমি বিশ্বাস করি। ’

মিডলঅর্ডারের মতো টপঅর্ডাররা রান পাবে এমন আশা নাফীসের, ‘যে কোনো টিমেই ব্যাটসম্যানের ধারাবাহিকভাবে রান করাটা স্বস্তির ব্যাপার। কারণ একদিনে তো সবাই রান করবে না। মিডলঅর্ডার খুব ভালো করছে। আশা করি টপঅর্ডারও রানে ফিরবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।