ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেকে জাতীয় দলে দেখতে চান আজমির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নিজেকে জাতীয় দলে দেখতে চান আজমির আজমির আহমেদ ও মোঃ সেলিম/ছবি: সংগৃহীত

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের গেল মৌসুমে ৫’শত রান করা আজমির আহমেদ এবারের মৌসুমের শুরু থেকেই নিজেকে খুঁজছিলেন। কিন্তু ঠিক যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না এই অগ্রণী ব্যাংক ওপেনার। মৌসুমের শুরু থেকেই রানের দেখা পেতে সংগ্রাম করা আজমির অবশেষে নিজেকে ফিরে পেলেন উদায়চলের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৬৪ বলে খেললেন অপরাজিত ২২২ রানের এক বিষ্ফোরক ইনিংস।

আর এর মধ্য দিয়েই দেশের ক্রিকেটের ওয়ানডে ফরমেটে দুই’শ রানের বিরল রেকর্ড নিজের করে নিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। রেকর্ডটিকে বিরল বলার কারণ হলো, শুধু প্রথম বিভাগ ক্রিকেটেই নয়, ঢাকা প্রিমিয়ার ক্রিকেটেও আজ পর্যন্ত এই রেকর্ড গড়তে পারেননি বাংলাদেশের কোন ব্যাটসম্যান।

তবে কেবল ব্যাট হাতেই নয়। বল হাতেও এদিন উত্তাপ ছড়ালেন এই অফস্পিনার। ছয় ওভার বল করে ১ মেডেন সমেত ১০ রান দিয়ে থলিতে পুড়েছেন ১ উইকেটও। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর আপ্লুত এই অগ্রনী ব্যাংক ওপেনার,  ‘অনুভূতিটা অবশ্যই ভালো লাগার। ওয়ানডে ক্রিকেটে এমন একটি ইনিংস খেলতে পেরে আমি অভিভূত। প্রথমদিকে বেশ সংগ্রাম করতে হয়েছে, রান পাচ্ছিলাম না। অবশেষে হয়েছে তাই বেশ তৃপ্ত লাগছে। ’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝলমলে এমন একটি ইনিংস খেলার পরে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন আজমির। এমন পারফরমেন্সের পর ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? এমন প্রশ্নের জবাবে এই ওপেনার বললেন,  ‘ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলতে চাই। প্রতিটি প্লেয়ারেরই এমন স্বপ্ন থাকে। তাই আমারও আছে, যেন দেশকে কিছু দিতে পারি। ’

এদিকে, শিষ্যের এমন সাফল্যে গর্বিত ও উদ্বেলিত সহকারি কোচ মোঃ সেলিমও। আজমিরের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করে সেলিম বললেন, ‘এবছর ওর সাথে অগ্রনী ব্যাংকে কাজ করছি। তাছাড়া আমি নিজেও ঢাকায় টপ লেভেল ক্রিকেট খেলেছি। কিন্তু ওর মতো এমন ক্লিন হিটার আর দেখিনি। বেসিক্যালি ও স্ট্রোক প্লেয়ার। লং অফ ও লংঅনের উপর দিয়ে এত সুন্দর মারে সেটা আর বলার নয়। ’

ঢাকা প্রথম বিভাগ লিগের গত আসরেও আজমির ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। ক্ষুরধার ব্যাটিংয়ে মৌসুম শেষে থলিতে পুড়েছিলেন ৫’শত রান। কিন্তু তারপরেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ভাল কোন ক্লাব পাননি বলে জানালেন সেলিম, ‘‘আজমির গত বছরেও প্রথম বিভাগ লিগে ৫’শত রান করেছে। এবছর ওর প্রিমিয়ার লিগ খেলার ইচ্ছা ছিল। ওরকম সুযোগ হচ্ছিল না বলেই খেলতে পারেনি। ’

গত বছর হয়নি তো কি হয়েছে? ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর এমন বিরল রেকর্ডের অধিকারী এই ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এই মৌসুমে ভালো দল পাবেন সেই প্রত্যাশা নিশ্চই অমুলক নয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

আরও পড়ুন... আজমিরের ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।