ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লাহোরে বিদায় চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
লাহোরে বিদায় চান আফ্রিদি শহিদ আফ্রিদি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচটি লাহোরে করার পরিকল্পনা প্রায় নিশ্চিত। আর এরই সুযোগে লাহোরে নিজের বিদায়ি ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন দেশটির সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ক’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী ৫ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব সরকার।

এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘পিএসএল ফাইনালের সিদ্ধান্ত লাহোরে হওয়াটা দারুণ হয়েছে।

আমি সত্যি বলতে ফাইনালে ম্যাচটির দিকে তাকিয়ে আছি। ’ এদিকে ‘লাহোরে ফাইনাল আয়োজন পাগলামি’, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।  

তবে আফ্রিদি মনে করেন, সবাই মিলে শিরোপা নির্ধারণী ম্যাচটি সফলভাবেই আয়োজন করতে পারবে। পাশাপাশি নিজের দল পেশোয়ার জালমিকেও ট্রফি জেতাতে চান বুম বুম খ্যাত এই তারকা।

মঙ্গলবার রাতে প্লে অফের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে আফ্রিদিদের পেশোয়ার। এ ম্যাচে যে জিতবে তারাই ফাইনাল নিশ্চিত করবে। হেরে গেলেও এলিমিনিটরের বিপক্ষে জিতে আরও একটি সুযোগ থাকছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।